Monday, April 20, 2020

ছড়া কবিতা- বাঁশ বাগান আর বক পাখির স্মৃতি


 

।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

আমাদের বাড়ির পাশে
বাঁশ বাগান আর বন
মহান প্রভুর নিয়ামত রাজি
পাচ্ছি সারাক্ষণ।

বক পাখি আর দোয়েল, শালিক
বাসা বাঁধে গাছে
ওরা ছাড়াও অন্য সব
থাকে তাদের কাছে।

বকের স্মৃতি বলি তবে
মন দিয়ে সব শোনো
ঝড় তুফানের সময় ওরা
আশ্রয় পায়না কোনো।

বাঁশের ডগায় রাত কাটাতে
ওরা ব্যস্ত অতি
ঝড়ো হাওয়ায় কষ্ঠ পাওয়া
ওদের নিয়তি।

বিপদ বেলায় যখন ওরা
নিচে নেমে এসে
সুযোগ বুঝে মানুষ তখন
ধরে তাদের হেসে।

এক দুটো নয় অনেক বক
বন্দি দশায় কাটে
কেউবা তাদের জবাই করে
কেউ নিয়ে যায় হাটে।

আগের মতো বাগান নেই
বাড়ছে লোকালয়
বন বনানী নষ্ট করলে
বিপদ বুঝি হয়।

বাঁশ বাগান আর বক পাখিরা
বিলীন হলে পরে
কৃত্রিমতার আচ্ছাদনে
কষ্ট পাবো ঘরে।

মোদের বাড়ির গাছ পাখি সব
আগের মতো নেই
বাড়ি ঘরের প্রয়োজনে প্রায়
উজাড় করে দেই।

বুখারীতে; গাছ লাগানোর
উৎসাহ দেন নবী
তাই মাথা পিছু হিসেব করে
গাছ লাগাতে হবি।

হাদীসের সুরে সুর মিলিয়ে
সবার একই বাণী
পরিবেশ বান্ধব নিয়ম নীতি
আমরা যেনো মানি।
লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here