।।৷ সাঈদ
চৌধুরী।।
হঠাৎ
টেলিফোন বেজে উঠলো, ক্ষমা করে দিও প্রিয়তম আর দেখা হবেনা… করোনাভাইরাস? হ্যা, পজেটিভ কোয়ারেন্টাইন
থেকে আর কিছুই বলতে পারলো না। সাধারণ জীবনযাপন আর বন্ধুবৎসল, ভীষণ প্রাণবন্ত মানুষ ছিলো কী দুর্দান্ত ভালোবাসা...
শেষ
বারের মত তার মরহেদ দেখানো হলোনা বিশেষ আয়োজনে, গোসল কিংবা জানাযাও নয় সন্তানেরা নির্বাক তাকিয়ে ছিল, প্রিয়তম স্ত্রীও কাছে যায়নি এ
কেমন মৃত্যু? ক্ষমা করো দয়াময়!
বন্ধূ
আমার চলে গেছে অনেক দূরে তার স্মরণে নিরব শোকের কবিতা.. আজ ঘুমের ঘোরে কাঁদছি, খুব বেশি মনে করছি ওকে হারানোর
আগে এমন কবিতা লিখতে পারিনি।
মৃত্যু
এমন একটি বিষয় যা এক অদ্ভুত উপায়ে আসে ধর্মীয় বিশ্বাস বা বসবাসের অবস্থান
নির্বিশেষে একত্রিত করে ফিউনারেল শেষে, অসংখ্য সমাধিতে কবরস্থ হয়। আমি ঘুমাই না, হাউ মাউ করে কান্নাকাটিও করি না। রোদন করি অন্তরে অন্তরে।
বন্ধুর
জীবন এবং তার অকাল মৃত্যু চিরতরে আমার আত্মা এবং অস্তিত্ব পরিবর্তিত হয়েছে নিজেকে খুব দূর্বল অনুভব করছি। আমি টিপ টিপ বৃষ্টিতে তাকে মিস করি... সত্যিই
সে চলে গেলো। ভেবেছিলাম আমিই আগে যাবো!
আমাদের
৪০ বছর বয়সী আরেক বন্ধুকে ক’বছর আগে হারিয়েছি যার সাথে কফি খাওয়া, সাহিত্য আড্ডা, সখ-শোকে মাতম করেছি। সেও চলে যাওয়ার আগে আমি তার কানে ফিসফিস করে বলেছিলাম সব
ঠিক আছে এবং আমি তাকে অভয় দিয়েছিলাম সব ঠিক হয়ে যাবে!
দু’ বন্ধু্ই চলে গেল মহান মাবুদের
দরবারে। আপন মঞ্জিলে মকসুদে।
কুল্লু
নাফসিন জা-ইকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মূত্যুর স্বাদ নিতে হবে।
লেখকঃ লন্ডন প্রবাসী বিশিষ্ট কবি, সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট।
সম্পাদক: Shomoy24
সম্পাদক: Shomoy24
0 coment rios:
You can comment here