।। আফতাব চৌধুরী।।
অবসর প্রাপ্ত লেঃ কর্ণেল আতাউর রহমান পীর, বহুমুখী প্রতিভার অধিকারী পীর সাহেব একাধারে মানুষ
গড়ার কারিগর, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। ঐতিহ্যবাহী মদন মোহন
কলেজের সফল অধ্যক্ষের পদ হতে অবসর নিয়েও নিজেকে জড়িত রেখেছেন শিক্ষা বিস্তারে, সম্পৃক্ত রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠান গড়তে ও শিক্ষাবিস্তার
এবং সমাজ উন্নয়নমূলক নানা কর্মকান্ডে।
১৯৫০ সালের
৮ এপ্রিল সুনামগঞ্জ শহরের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন আতাউর রহমান পীর।
বাল্যের শিক্ষা ঐ শহরে শেষ করে উচ্চ শিক্ষার
জন্য ছুটে চলেন সিলেট, চট্টগ্রামসহ
দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে। ডিগ্রি অর্জন করতে থাকেন একের পর এক।
শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু আর শেষ প্রান্তে এসেও একই পেশায় নিজেকে জড়িত
রেখেছেন। সময় দিচ্ছেন, মেধা ও অর্থ
ব্যয় করছেন শিক্ষাবিস্তারে এবং প্রকৃত মানুষ গড়ার শপৎ নিয়ে। অসংখ্য সম্মাননা ও পদক
পেয়েছেন সারা জীবন ধরে যা তার জীবনকে করেছে সাফল্যমন্ডিত, গৌরবান্বিত,
আলোচিত ও আলোকিত।
একজন স্কাউট
লীডার হিসাবে তিনি সফল এবং এজন্য অর্জন করেছেন স্কাউট কমিশনার পদক। বিএনসিসি
কর্তৃপক্ষও তাকে আজীবন সম্মাননা প্রদান করে আলোকিত করেছেন।
২০০৬ সালে
ক্রিড অভ ইসলাম গ্রন্থকে বাংলায় অনুবাদ করে তাঁর বইয়ের প্রকাশনা শুরু। তারপর একে একে লিখেছেন ইসলাম কালজয়ী জীবনাদর্শ, জেনারেল ওসমানী,
সুখের সন্ধানে, রাহমাতুল্লিল
আলামিন, ইসলামের
প্রাথমিক শিক্ষা ও মাসনূন দোয়া এবং কবিগুরুকে নিবেদিত কবিতা।
তার লেখা ও সম্পাদিত সবগুলো বইয়ের ১টা করে কপি আমার নিকট পাঠিয়ে দিয়ে আমাকে করেছেন গৌরবান্বিত। পুরো না হলেও পাঠানো সবগুলো বই-ই এক নজরে দেখে ফেলেছি আমি-আর মনে করি এতে করে আমার পরিমিত জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে। রাহমাতুল্লিল আলামিন এবং ইসলামের প্রাথমিক শিক্ষা ও মাসনুন দোয়া বই দুটো অনন্য। কুরআন ও সুন্নাহের আলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় গ্রন্থদ্বয়ে মুসলিম জীবনের অত্যাবশ্যকীয় বিষয় আশয় রয়েছে আমার বিশ্বাস যা পাঠে পাঠককুল উপকৃত হবেন।
তার লেখা ও সম্পাদিত সবগুলো বইয়ের ১টা করে কপি আমার নিকট পাঠিয়ে দিয়ে আমাকে করেছেন গৌরবান্বিত। পুরো না হলেও পাঠানো সবগুলো বই-ই এক নজরে দেখে ফেলেছি আমি-আর মনে করি এতে করে আমার পরিমিত জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে। রাহমাতুল্লিল আলামিন এবং ইসলামের প্রাথমিক শিক্ষা ও মাসনুন দোয়া বই দুটো অনন্য। কুরআন ও সুন্নাহের আলোকে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় গ্রন্থদ্বয়ে মুসলিম জীবনের অত্যাবশ্যকীয় বিষয় আশয় রয়েছে আমার বিশ্বাস যা পাঠে পাঠককুল উপকৃত হবেন।
সাদা মনের
মানুষ আতাউর রহমান পীর। তাঁর চাল-চলন,
উঠা-বসা, আচার-আচরণ
সবই একজন সাধারণ মানুষের মতই যদিও তিনি অসাধারণ। উচু মনের নিরহংকারী এ মানুষটি অতি
সহজেই তার ব্যবহার দিয়ে যে কোনো কাউকে আপন করে নিতে পারেন। সততা, স্পষ্টবাদিতা,
সময়ানুবর্তিতা এবং পরের উপকার করা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য।
আতাউর রহমান
পীর, এমন সব কাপড়
পরিধান করেন যাতে রয়েছে একটা খান্দানি আমেজ ও ঐতিহ্য। তার এসব লেবাছ দেখে অনেকেই
ঈর্ষান্বিত হন- তার মধ্যে আমিও একজন। বিশেষ করে পাঞ্চাবী, শার্ট,
টুপি- এসব দেখলে যে কোন কারোরই লোভ সামলানো মুশকিল। মনে হয় এসব যেন তারই জন্য
বিশেষ কোনো ফ্যাক্টরীতে তৈরী।
সুন্দর, পরিপাটি,
পরিচ্ছন্ন জীবন ও নিবেদিত প্রাণ বন্ধু পীর আতাউর রহমানকে অভিনন্দন- তার জীবন
সুন্দর আরো সমৃদ্ধ হোক- দীর্ঘজীবি হোন এটাই আমাদের একান্ত কামনা। আমরা যারা পিছিয়ে
আছি তাকে অনুসরণ করে আমরাও যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে এ মোনাজাত করছি মহান
আল্লাহর দরবারে। আমিন।
লেখকঃ সাংবাদিক ও কলামিস্ট।
0 coment rios:
You can comment here