।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।
একটি সফল জীবনের সফল পরিসমাপ্তি।
ভাবতে বড় কষ্ট লাগে আমার অতি স্নেহাস্পদ মরহুম
ডাঃ মোঃ মঈন উদ্দিন
এমবিবিএস (ডিএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন), এমডি (কার্ডিওলজি)
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক,
মেডিসিন বিভাগ
সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল,
আজ দুনিয়াতে নাই। একজন মানুষের দুনিয়াতে আগমনের লক্ষ্য বা
কর্মকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। আর তা হলো
(১) আল্লাহর আদেশ পালন বা তার হক আদায় এবং
(২) মানুষের হক আদায় ও সৃষ্ট জগতের প্রতি দায়িত্ব পালন।
মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন ওই দুটি দায়িত্ব পালনেই আজীবন অগ্রণী ভূমিকা পালন করে গেছেন
বলে তার জীবন ঘনিষ্ঠ সকলে নিজ থেকে সাক্ষী দিচ্ছেন। অনেক কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায়
নেয়া অল্প বয়সী এ মহান ব্যক্তির জন্য আজ দেশ-বিদেশে লক্ষ লক্ষ ঘরে দোয়া ও প্রার্থনা
হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে।
করোনা ভাইরাস বা কোভিড ১৯ জনিত কারণে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের
পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকলে ঢাকা সিলেট ও তার নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে অনেকগুলো
জানাযা হতো এবং লক্ষ লক্ষ মানুষের ঢল নামতো নিঃসন্দেহে। কিন্তু বিশেষ অবস্থায় শরীয়তের
নির্দেশনার আলোকে আনুষ্ঠানিক বড় বড় জানাযার সালাতের পরিবর্তে ছোট্টো পরিসরে সালাতে
জানাযা করে দাফন করা হয়েছে তাঁর নিজ গ্রামে এবং অসংখ্য ঘরে ঘরে দোয়া হচ্ছে এতো বেশি
পরিমাণে-যা হিসাব করলে রীতিমতো আকাঙ্ক্ষা জাগে যে, আমাদের এ ধরণের সৌভাগ্য হবে কিনা!
তবে মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন যতো বড়ো দুঃখ নিয়েই দুনিয়া
থেকে যান না কেনো, এটা আজ প্রমাণিত যে, তার জীবন ছিল একটি সফল জীবন। কারো মৃত্যুর পর পরিচিত ও কাছের
মানুষেরা যাকে ভালো মানুষ হিসাবে সাক্ষী দেয় আল্লাহ তাকে ভালো মানুষ হিসেবে তাঁর রহমতের
চাদর দিয়ে ঢেকে নেন বলে হাদিস থেকে জানা যায়।
কোনো কোনো মৃত্যু জীবন থেকেও দামি। গরিবের ডাক্তার বলে পরিচিত
মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন সুস্থ জীবনের শেষ সময়েও মহামারির সময়ে জীবন বাজী রেখে
রোগীদের সেবা দিয়ে আজ তার প্রমাণ করে গেলেন।
ছোটবেলায় বাবা মা থেকে শুনেছিলাম কবির কথা-------
"যেদিন প্রথম তুমি, এসেছিলে ভবে।
তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে।
এমন জীবন হবে করিতে গঠন।
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।"
সদালাপী বিনয়ী মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন এমন জীবনই গঠন
করেছিলেন। আজ সবাইকে কাঁদিয়ে হাসিমুখে তিনি শাহাদাতের মর্যাদা নিয়ে মহান প্রভুর সাথে
মোলাকাত করতে মৃত্যুকে আলিঙ্গন করেছেন বলে পরিচিতজনদের বিশ্বাস।
সমাজ ও রাষ্ট্রের একজন সদস্য হিসেবে এবং আমার প্রতিবেশি নাদামপুর গ্রামের
লোক হিসেবে আমি মনে করি (আমার বাবার ছাত্র) মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন এর জীবিতকালে
আমরা তাঁর প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারিনি। তাই তাঁর কাছে আমরা সবাই দায়ী
ও ঋণী।
আর এ দায় ও ঋণ থেকে কিছুটা হলেও মুক্তির জন্য আমি একটি চিন্তা
করেছি। আর তা হলো ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিনের জীবন ও কর্মের উপর একটি বই বের করবো।
কারণ -
(১) মরহুমের জীবনে অনেক শিক্ষণীয় বিষয় আছে বলে
সবাই মনে করছেন। কাজেই এ বিষয়গুলো লিখিত আকারে সকলের সামনে আসলে আমরা জীবিতরা সেখান
থেকে অনেক কিছু শিখতে পারবো। আর এসব শিক্ষা কাজে লাগালে মরহুমের জন্য তা সদকায়ে জারিয়া
হবে।
(২) এ বই প্রকাশনা থেকে যদি কিছু আয় হয়, তাহলে উক্ত আয় জনকল্যাণমূলক কাজে ব্যয়
করবো। আর এটাও তাঁর পক্ষে সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে।
সুতরাং মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন এর সহপাঠী কলিগ ছাত্র-ছাত্রী আত্মীয় বন্ধু পরিচিত
যাঁরা তার জীবন ঘনিষ্ঠ রয়েছেন তাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা মরহুমের জীবন কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে লেখা আমার কাছে
অথবা নিম্নোক্ত ঠিকানায় সফট কপি বা হার্ডকপি আকারে পাঠাবেন।
বিশেষ পরিস্থিতি পরবর্তী সুবিধাজনক সময়ে আমরা বই আকারে সেসব
লেখা প্রকাশের উদ্যোগ নেবো ইনশাআল্লাহ।
লেখা পাঠাবার ঠিকানাঃ
(১) মোঃ ফয়জুল বারী চৌধুরী
আল আমিন ফার্মেসি
বড় সৈয়দের গাঁও হাসপাতাল গেট
ধারন বাজার, ছাতক, সুনামগঞ্জ।
মোবাইল: 01712341227
(২) ডাক্তার আহমদ নাসিম হাসান
রেজিস্ট্রার, সার্জারী বিভাগ
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
মোবাইল: 01711114240
অথাব নিচের ইমেইল এ আপনার লেখা পাঠাতে পারেন-
ইমেইল:
mashhudchowdhury@gmail.com
mashhudchowdhury@gmail.com
হাফিজ মোঃ
মাশহুদ চৌধুরী,
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ
শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল:
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber
শুভেচ্ছা টিভি - Shuveccha TV
Facebook:
Hafiz Md Mashhud Chowdhury
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber
শুভেচ্ছা টিভি - Shuveccha TV
Facebook:
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
0 coment rios:
You can comment here