হাফিজ মোঃ
মাশহুদ চৌধুরী
পরিকল্পিতভাবে নোভেল করোনা ভাইরাস যারা ছড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত
আদালতে আমি বাদি হয়ে মামলা করতে চাই। এজন্যে সরকার, প্রশাসন,
সকল গোয়েন্দা সংস্থা, আইনজীবী, বুদ্ধিজীবি, বিজ্ঞানী, ডাক্তার,
শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ সকল স্তরের
মানুষের সহযোগিতা চাই।
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে যে, নোভেল করোনা বা কোভিড ১৯ নামক যে মারাত্মক
ভাইরাসটি আজ বিশ্বকে ওলট পালট ও বিপন্ন করে দিচ্ছে, তার
পেছনে কোনো কোনো রাষ্ট্র বা গোষ্ঠীর পরিকল্পনা বা হাত রয়েছে। তাই তথ্য প্রমানসহ
এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা দরকার।
অথবা এটা যদি পরিকল্পিত বা ইচ্ছাকৃত না হয়ে থাকে, তাহলে যারা এসব গুজব
ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে চিহ্নিত করে আইনের
আওতায় আনা দরকার।
আমি এ উভয় ধরণের মধ্যে যে কোনোটির মতো গুরুতর অপরাধের সাথে জড়িতদেরকে শায়েস্তা
ও সংশোধন করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে চাই।
এ জন্যে বিজ্ঞ আইনজীবীদের নিয়ে একটি প্যানেল গঠনের উদ্দেশ্যে দেশ বিদেশের আইন
পেশার সাথে জড়িত সবাইকে আহ্বান করছি, আপনারা এগিয়ে আসুন এবং আমার সাথে যোগাযোগ
করে স্বেচ্ছায় নাম তালিকাভুক্ত করুন। মানবতার কল্যাণ সাধনের উদ্দেশ্যে বিনা
পারিশ্রমিকে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী হিসেবে আমার পক্ষে এ কাজটি আপনারা চালিয়ে
যাবেন। আমি আপনাদেরকে কোনো বিনিময় দিতে পারবোনা, শুধু দুয়া'
করবো। আর যদি কোনোদিন আমার সুযোগ হয়, তাহলে
আপনাদেরকে সাধ্যানুযায়ী উপযুক্ত সম্মান দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
অপরদিকে এ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে অনুরূপ স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে
সহযোগিতায় এগিয়ে আসতে সকল বুদ্ধিজীবি, বিজ্ঞানী, ডাক্তার,
শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিবিদসহ সকল স্তরের
মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। আপনাদেরকেও এ কাজের জন্যে আমি কোনো বিনিময় দিতে
পারবোনা। শুধু দুয়া' করবো। আর যদি কোনোদিন আমার সুযোগ হয়,
তাহলে আপনাদেরকেও সাধ্যানুযায়ী উপযুক্ত সম্মান দেয়ার চেষ্টা করবো
ইনশাআল্লাহ।
অনুরূপভাবে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবর্গ,
বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও
প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারিদের পরামর্শ ও পূর্ণ সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য গত ৪ এপ্রিল ২০২০ তারিখে "আমি দুনিয়ার সকল জালিম ও মজলুমকে
সাহায্য করতে চাই" শীর্ষক একটি লেখা ফেইসবুকে প্রচার করেছি। তারই অংশ হিসেবে
আজকের আমার এ আহ্বান।
পৃথিবীর প্রতিটি মানুষ ও পরিবেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এবং
কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।
আমার ক্ষুদ্রতার কারণে বিষয়টির প্রতি অবহেলা না করে মহৎ ও বিরাট উদ্দেশ্যের
প্রতি লক্ষ্য করে গুরুত্ব দিয়ে এগিয়ে আসতে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি।
লেখকঃ হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য
রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
Facebook Page:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net: হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
0 coment rios:
You can comment here