ছড়া কবিতা- মা- কে মনে পড়ে
সুহাইল আহমাদ (আবু গালিব)
মা যে আমার হারিয়ে যান
আমায় ছোট রেখে
আব্বুর কাছে বড় হই যে
আম্মুর স্মৃতি দেখে।
মা কে আমার স্মরণ হলে
চোখে আসে জল
সকল কাজের যোগান দাতা
ছিলেন আমার বল।
মা যে আমার, ছিলেন তিনি
প্রথম শিক্ষা গুরু
প্রভু মোদের, আমার মাকে
জান্নাত দান করো।
মা যে আমার, ছিলেন তিনি
অন্ধকারে বাতি
ভালো কাজের শিক্ষা দানে
ছিলেন সদা সাথী।
মা যে আমার, বিপদ বেলায়
আসতেন কাছে আগে
ভুল দেখেও শিক্ষা দিতেন
বকা নয়তো রাগে।
মা যে আমার, আপন কারো
দেখলে তবে পরে
স্নেহ শ্রদ্ধা বজায় রেখে
বসতে দিতেন ঘরে।
মা যে আমার, মেহমানেরি
সম্মান করার তরে
সাধ্য মতো আপ্যায়ন
গল্প করতেন পরে।
মা যে আমার নিয়মিত
কুরআন তিলাওয়াতে
পারিবারিক অনেক কাজ
সময়ও দিতেন তাতে।
মা যে আমার, বেহেশত পাওয়ার
মাধ্যম বলেন নবী
তিনি,আমায় রেখে চলে গেলেন
আর পাবোনা কবি।
মা যে আমার, চিরো নিদ্রায়
আমার বাড়ির পাশে
দোয়া করি মায়ের লাগি
প্রতিটি নিশ্বাসে।
মা যাদেরি এখনো আছেন
তাঁকে পুঁজি করে
আখেরাতের কল্যাণ চাও
তাঁরই পায়ে ধরে।
মা বাবারি জন্যে মোরা
বিলিয়ে দেই সব
তাতে শান্তি তাতে মুক্তি
আল্লাহ সবার রব।
লেখকঃ বিশিষ্ট কবি
0 coment rios:
You can comment here