Saturday, April 18, 2020

অতি সতর্কতার নামে অমানবিকতা আর নির্মমতা বর্জন করুন!


।। প্রফেসর ড আ হ ম নুরুল ইসলাম।।

অতি সতর্কতার নামে  অমানবিকতা আর নির্মমতা বর্জন করুন!

করোনা থেকে বাঁচতে সতর্ক হতে হবে। তাই বলে সাবধানতার নামে আমরা মানবিকতা বিসর্জন দিতে পারিনা! মরহুম ডাঃ মোঃ মঈন উদ্দিন করোনা রোগীদের সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত  হয়ে স্বাসকষ্টে ভুগছিলেন। অনেক আকুতি করে ৪৮ ঘন্টার অপেক্ষায়ও এয়ার এম্বুলেন্স পেলেননা!  অতিসতর্ক এয়ার এম্বুলেন্সধারী বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষকে করোনারোগী বহনে  কেউ রাজি করাতে পারেনি। পরে সাধারণ এম্বুলেন্সে ঢাকা পৌঁছলেও ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে! একরকম চিকিৎসাভাবে মারা গেলেন একজন করোনাসেবী ডাক্তার!
আর সাধারণ করোনা আক্রান্ত বা সাসপেক্টেড রোগীদের কাহিনী আরও নির্মম! ভয়াবহ! সারারাত হাসপাতালে হাসপাতালে হন্যে হয়ে ঘুরে চিকিৎসা বা কোনো প্রকার ডাক্তারিসেবা ছাড়াই মারা যাচ্ছে সন্দেহের করোনা রোগী! এ তালিকায় রয়েছে গ্রামের দরিদ্র সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের সর্বোচ্চ চিকিৎসা ব্যয় বহনে সক্ষম আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে সমাজের সবশ্রেণী-পেশার মানুষ।

অতিসতর্ক অমানবিক আরেক শ্রেণীর কুসন্তান যারা উগসর্গ দেখেই পৃথিবীর সবচেয়ে আপনজন মমতাময়ী মাকে ফেলে আসছে জঙ্গলে!  আর পিতার লাশ রেখে আসছে হাসপাতালে!  একি নির্মমতা!
করোনায় বা উপসর্গে মারা যাওয়া ব্যক্তির জানাজা, দাফন কাজে বিভিন্ন ইসলামী স্বেচ্ছাসেবী ইউনিট, পুলিশ সদস্য, সরকারী কর্মকর্তা অংশ নিচ্ছে; যেখানে সন্তান, আত্মীয় স্বজনরা ভয়ে অতিসতর্ক হয়ে কাছে আসছেনা!

বাংলাদেশ এখনও ইউরোপ বা আমেরিকার ভয়াবহ করোনারুপ দেখেনি। (আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আছি যেন আমাদেরকে সহসা এ মুসিবত থেকে পরিত্রান দেন!)। ওদের মত অবস্থা হলে আমরা কি করবো?

আমরা আর দেখতে চাইনা এ অমানবিকতা, এ জাতীয় নির্মমতা!

মানবিক হোন প্রিয় দেশবাসী! মা, বাবার প্রতি  সদয় হোন তাঁদের অসীলায় পৃথিবীর মুখ দেখা, আদর স্নেহে লালিত পালিত আদরের সন্তানেরা! পৃথিবী কারো স্থায়ী ঠিকানা নয়! আজ যে ভয়ে আপনি নিকটজনকে ফেলে আসছেন; কাল আপনিও নিরাপদ থাকবেন কিনা তার নিশ্চয়তা নাই। ব্যক্তিগত প্রটেকশন নিয়ে মাতা-পিতা, নিকটজনের পাশে থাকুন।
আল্লাহ আমাদের মাফ করুন! রহমতের আচ্ছাদনে করোনার ভয়াবহতা থেকে বাঁচান!!

লেখকঃ
প্রফেসর,
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়,
কুষ্টিয়া-ঝিনাইদহ, বাংলাদেশ।



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here