।। আমজাদ হোসাইন ইউসূফ।।
ভাইরাস করোনা
এই নিয়ে ছিলনা ধারণা।
পৃথিবীর আতঙ্ক আজ মানুষের ভয়,
ক্যান্সারে নয় বুঝতে কী পারোনা?
ভয় এখন একটাই- ভাইরাস করোনা।
সচেতন হও সবে নইলে মরতে হবে,
পৃথিবী কেমন চলে দেখতে কী পারোনা?
অবুঝ হয়ে তুমি থাকবে
কতদিন?
না হলে দেখবে শেষে
তুমিও সঙ্গীহীন,
এসো সবে ফিরে চলে সকল বিভেদ ভুলে
ক্ষমা চেয়ে ফিরে আসি প্রভুর পথে।
তিনি ছাড়া কেউ নেই মুক্তি দেওয়ার মত,
তওবা করি সবে করেছি পাপ কত।
জ্ঞান দাও, বুঝ দাও ক্ষমা করে মেনে নাও,
দয়া করে আমাদের-আর দূরে রেখোনা,
তোমারই গজব এটা
বুঝেছি আমরা সেটা,
রাগ করে তুমি প্রভু
আর ভুলে থেকোনা।
গজব উঠিয়ে নিয়ে পৃথিবী বদলে দিয়ে,
সুন্দর করে আজ দান তুমি কর না,
মুক্তি দাও এর থেকে-ভাইরাস করোনা।
লেখকঃ বিশিষ্ট কবি
0 coment rios:
You can comment here