সূরা ফাতিহার ভাবার্থের কাব্যানুবাদ
।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।
১. লেখার সূচনা করি,
নামে আল্লা'র
রাহমান রাহিম যে,
সত্ত্বার অলঙ্কার।
২. যতো হোক প্রশংসা
সবই আল্লা'র
সকল সৃষ্টির প্রতিপালক তুমি,
বলি বার বার।
৩. পরম করুণাময়
সত্যিই যিনি
অতিশয় দয়ালু
আসলেই তিনি
৪. বিচার দিনের মালিক,
এ দুনিয়ার পরে
৫. ইবাদত করি শুধু,
তোমারই তরে।
তোমারই কাছে চাই মোরা,
সংকট সময়।
৬. সঠিক পথের দিশা দাওগো বলি,
হে দয়াময়।
৭. কল্যাণ পেয়ে ধন্য যারা,
চলি যেনো তাদের মতে
অভিশপ্ত ইয়াহুদ ওরা,
চলিনা যেনো তাদের পথে।
ভ্রান্ত বলে আরেক দল
দ্বোয়াল্লিন বলি যাদের
তাফসিরবীদরা পরিচয় দেন
খ্রিস্টান বলে তাদের।
লেখকঃ
ইমাম;
আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।
0 coment rios:
You can comment here