Friday, April 24, 2020

ছড়া কবিতা-রাতের হাতছানি


।। মুন্সি আব্দুল কাদির।।

রাত নিশিতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায়
একাকি চেয়ে থাকি নিস্তব্ধ নিরালায়

চিন্তা চলে যায় ছাদ করে ভেদ
অবিরাম ভাবনায় পড়েনাকো ছেদ

হাতছানি দেয় মন দুর আরশে
তাঁর সাথে বাঁধা মন তাঁর পরশে

গভীর মিতালি তাঁর, তাঁর আরাধনা
শয়তান কাছে এসে দেয় প্ররোচনা

তাকে দেই দুরে ঠেলে প্রভু প্রেম বলে
ব্যর্থ হয়ে সে তখন দুরে যায় চলে

বার বার আটকাতে এসে দেয় উকি
তার ফাঁদ ছেদ করে প্রভু দিকে ঝুকি

প্রভুর মায়াতে তার জাল ছিড়ে যায়
চেয়ে দেখি হিম হিম লাগে মোর গায়

আরশের কোমলতা মন নেচে উঠে
খুশির জোয়ার মনে মিটি হাসি ঠোটে।


লেখকঃ
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here