Thursday, April 30, 2020

ছড়া কবিতা- বাংলা বর্ণে সমসাময়িক হালচাল

।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

ক= কতো মানুষ লকডাউনে
ক্ষুধা নিয়ে বন্দী
চুরি করে বড় দল
বাঁচতে করে ফন্দি।

খ= খয়রাতের মাল গরীবরা
পাচ্ছে শুধু নামে
নিত্য পণ্য কিনতে হচ্ছে
সকল কিছু দামে।

গ= গজব যতো অধিকাংশ
মন্দ কাজের ফল
বন্ধ হচ্ছে শ্রম বাজার
কারখানা আর অফিস কল।

ঘ= ঘনঘন লোডশেডিং আর
কেমনে সইযে হায়
বিচার দিবো কারবা কাছে
কেউ নিচ্ছেনা সঠিক দায়।

ঙ= ব্যঙের সর্দি বাগধারাতে
ঠিকই আছে লিখা
বাংলা বানানে লেখছি ভুল
হচ্ছেনা যে শিখা।

চ= চমকদার এডে আজ
নারীরা মডেল পণ্য
দেখতে মানুষ হলেও সভাব
আস্ত বানর বণ্য।

ছ=ছবি কেনো তুলতে হবে
ত্রাণ গ্রহিতার সাথে
চুপিচুপি দেই যে দান
গোপন ভাবে ডান হাতে।

জ=জানাযার উপস্থিতি
করোনাতে পাঁচ সাত
এরচেয়ে অধিক হলে
দূরত্ব হোক কয়েক হাত।

ঝ= ঝুঁকি নিয়ে জড়ো হওয়া
সঠিক নাহি আজ
ভাইরাস একদিন চলে যাবে
আল্লাহ তিনি মহা রাজ।

ঞ= মিঞা সাহেব সবার তাজ
সম্মানী লোক জানি
তাঁকে সম্মান করে যে
সেই সমাজে জ্ঞানী।


লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here