Friday, April 24, 2020

কবি ও কবিতা



সুহাইল আহমাদ (আবু গালিব)

কাজী নজরুল ইসলামের দান
মুনাজাতবিদ্রোহী আর নারী
রবিন্দ্রনাথের ও আছে অবদান
আমাদের ছোট নদীআচলাবুড়ি আর সোনার তরী।

গোলাম মোস্তফার পাই লেখা
শিশুর পণপল্লী-মা আর আনন্দ ময়ী
জসীম উদ্দীনের ও যায় দেখা
কবরনিমন্ত্রণ আর মামার বাড়ি।

সুকুমার রায় লিখে গেলেন
গল্প বলাআড়ি আর খুড়োর কল
বেগম সুফিয়া ও আমাদের দিলেন
আজিকার শিশুছোটন ঘুমায় আর ইতল বিতল।

শামসুর রাহমানের স্মৃতি আছে
ট্রেনসাইক্লোন আর খোকন সোনা দোলে
আহসান হাবীবের ও মোদের কাছে
ছড়াইচ্ছা আর মেঘনা পাড়ের ছেলে।

সত্যেন্দ্রনাথ দত্তের লিখা পাই
অধম ও উত্তমখাঁটি সোনা আর গোলাপ
ফররুখ আহমদের ও কবিতা গাই
পাঞ্জেরি, বৃষ্টির ছড়া আর শীতরাত্রির আলাপ।

কায়কোবাদের দেখা মিলে
আযানসুখ আর বিদায়ের শেষ চুম্বন
আলমাহমুদ ও আছেন দিলে
গৃহ লতাপাখির মতো আর অবুঝের সমীকরণ।


সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদরাসা,ইসলামপুর,
সিলেট।
ইমাম;
আল বির মাসজিদ, ইয়ারমুক
সৌদিআরব, তাবুক।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here