Sunday, April 12, 2020

ছড়া-কবিতা করোনা ভাইরাস


সুহাইল আহমাদ (আবু গালিব)

আজ করোনা রূপে একটু গজব
আসলো দুনিয়ায়
মানুষ থেকে মানুষ
পালায় দুঃখ বলি হায়।

আজ মুক্ত আকাশ ছেড়ে অনেক
ঘরের কোণে একা
ভাইরাস নিয়ে মরলে মানুষ
কেউ করেনা দেখা।

আজ বিশ্ব জোড়ে শাস্তি নিয়ে
আসলো মহামারী
কাঁদছে মানুষ থাকছে পড়ে
অর্থ বাড়ি গাড়ি।

আজ মরছে মানুষ ধনী গরিব
নেই কোনো আপোষ
বিধান দাতার নিয়ম মেনে
চলছেনা মানুষ।

আজ পৃথিবী থমকে গেছে
এক জীবাণুর ফাঁদে
সুপার পাওয়ার নেতা অনেক
মাসজিদেতে কাঁদে।

আজ আরব আজম ইরান তুরান
এক কাতারে সব
তাওবা ছাড়া দেখছেনা পথ
আল্লাহ সবার রব।

আজ নতুন নতুন চিকিৎসা সব
হয়ে গেলো নিষ্প্রাণ
লকডাউন আর অন্য সব
নবীর অবধান।

আজ আয়ের চাকা বন্ধ প্রায়
মাথায় সবার হাত
গরিব দুঃখী চায়না বেশি
একটু ডাল ভাত।

আজ ত্রাণ সামগ্রী চুরি করে
দায়িত্বশীল যারা
বিচারক ও নেয়না বিচার
পায় যে মাসোয়ারা।

আজ অসহায় নারী পুরুষ
আছে লক্ষ কোটি
চাকরি কাজ কিছুই নেই
কাটছে লম্বা ছুটি।

আজ মানবতার শিক্ষা নেই যে
অন্তরটা ও কালো
আয়রে মানুষ কুরআন ধরো
থাকবি সবাই ভালো।

আজ পৃথিবীর দিকে দিকে
চলছে মহামারী
মরছে পুরুষ অগনিত
আছে ও কিছু নারী

আজ পৃথিবীর রাজা প্রজা
শাম্য মেনে চলো
করোনা আর থাকবে না যে
জলবে ধরায় আলো।

লেখকঃ 
ইমাম; 
আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here