Thursday, April 23, 2020

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে



।। আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট, ইউ কে, বিশ্বনাথ, সিলেট।।


এলাহাবাদ রহমান মনজিল এর পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সমগ্রী বিতরণ:

মানুষের কল্যাণে কাজ করাই মানুষের দায়িত্ব। পৃথিবীতে মানব জীবনের মূল মিশনই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আর মানব জীবনের প্রত্যেকটি ভাল কাজ হচ্ছে ইবাদত। ক্ষুধার্তকে খাদ্য দান, তৃঞ্চার্তকে পানি দান, বস্ত্রহীনকে বস্ত্রদান, চক্ষুহীনকে চক্ষুাদান, শিক্ষার্থীকে শিক্ষাদান এবং পীড়িতের সেবার মধ্য দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কবি বলেছেন –
আপনার লয়ে বিব্রত রাহিতে আসে
নাই কেহ অবনী পরে,
সকলে আমরা সকলের তরে,
প্রত্যেকে আমরা পরের তরে।”
 
গত ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার, সিলেট জেলার, বিশ্বনাথ উপজেলাধীন আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট, উই কে -এর সভাপতি ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক মাওঃ মুখলিছুর রহমানের সভাপতিত্বে, আর-রাহমান এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি জনাব, আব্দুল মালিকের উপস্থিতে সেক্রেটারী মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট, ইউ কে, বিশ্বনাথ, সিলেট -এর ব্যবস্থাপনায় এলাহাবাদ রহমান মনজিল এর পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সমগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটস্থ বিশ্বনাথের তেলিকোনা গ্রামে “আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ কে পক্ষ থেকে করোনাভাইরাসের মহামারীর সংকটময় মুহূর্তে ২ (দুই) লক্ষ টাকাসহ কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও খাদ্য সমগ্রী প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন- মহান ধর্ম ইসলামের এই সার্বজনীন শিক্ষা তথা মানবতাবোধকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বহু দাতব্য, সেবা ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান যুগ যুগ ধরে আর্ত-মানবতার সেবা ও মানব জাতির কল্যাণে বিভিন্ন ধরণের কর্মকান্ড পরিচালনা করছে।
 
বাংলাদেশের অনেক হিতকামী মানুষের মতো প্রবাসী বাংলাদেশীরাও এ ধরণের কর্মকান্ডে জড়িত। এভাবে প্রবাসীদের আয়ের একটি অংশ শিক্ষা, দীক্ষা ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে। বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। এভাবে প্রবাসীদের অর্থায়নে গড়ে উঠা একটি প্রতিষ্ঠান হচ্ছে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট। এই সংগঠনটি নাম এডুকেশন ট্রাষ্ট হলেও শিক্ষার উন্নয়নের পাশাপাশি দরিদ্র মানুষের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাজান্সী ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন: সিংগেরকাছ আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ এম. মাহবুবুল ওয়াছে, ৫নং ওয়ার্ড মেম্বার ও আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা এম আমির উদ্দীন, আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট্রের সভাপতি এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক মাওঃমুখলিছুর রহমান, সহ-সভাপতি জনাব, আব্দুল মালিক, সেক্ষেরেটারী মাসুদ আহমদ, আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দীন, তেলিকোনা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী মনু মিয়া, মোতাওয়াল্লী হাজী আবুল লেইছ
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট্রের সাংস্কৃতিক সম্পাদক মাসুদ মোফাস্সির, উপদেষ্টা মাও: ফারুক আহমদ, রাজাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এম.মোজাহিদ আলী, আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট্রের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট্রের তরুন সদস্য মাহফুজুর রহমান, কমর উদ্দীন, হাজী ময়না মিয়া, বারিক মিয়া, সাদ্দাম, আলোর কুড়ির সদস্য ফাহিম আহমদ প্রমূখ।
বিজ্ঞপ্তি।



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here