আমরা পান্ডারগাও ইউনিয়নবাসী কী একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি?
যারা ঢাকা, নারায়ণগঞ্জ বা নরসিংদী হতে ইতোমধ্যে অত্র ইউনিয়নে ঢুকেছে তারা দিব্যি ঘোরাঘুরি করছে। হোম কোয়ারেন্টাইন মোটেই মানছেনা। যদিও জেলা প্রশাসক, সুনামগঞ্জ বলেছেন,
"তাদের বাড়িতে লাল পতাকা টানিয়ে চিহ্নিত করুন। ঘরে থাকতে বাধ্য করুন"।
কিন্তু ঘন্টা বাধবে কে?কে শুনে কার কথা? কে নিবে একশন? স্বেচ্ছাসেবক কমিটি, গোরস্থান কমিটি, মুর্দা কমিটি, ইউনিয়ন পরিষদ,প্রশাসন সবই আছে, এর সাথে আইনও আছে কিন্তু আইনের Properly প্রয়োগ নেই,বাস্তবতাও নেই এবং বাস্তবায়নও নেই। আছে শুধু বক্তৃতার ফুলঝুরি, ফেইসবুকের ঝড় আর নীতিবাক্যের সয়লাব।
ইউনিয়ন স্বাস্থ্যসহকারী লাল মিয়া জানিয়েছেন, ইউনিয়নের সবচেয়ে বেশী ঝুঁকির মাঝে পলিরচর গ্রাম। নরসিংদী থেকে বেশ কয়জন গ্রামে ঢুকেছে। তারা দেদারসে ঘুরাফেরা করছে।ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা মেডিকেল অফিসার, হেলত ইন্সপেক্টর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাইকে জানানো হয়েছে এমনকি থানায় তালিকাও দেয়া হয়েছে কিন্তু কোন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না? লাল মিয়া আরও জানিয়েছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন 'ইউ এন ও' মহোদয় অর্ডার না দিলে পুলিশের পক্ষে কিছুই করার নেই ?
এদিকে বাজার সমুহের অবস্থাও আরো খারাপ।কেউই মানছেনা সামাজিক দুরত্ব । না ক্রেতা, না ব্যবসায়ী। হাওরে ধান কাটায়ও চলছে একই হাল। সবকিছু মিলিয়ে একটা নিয়ন্ত্রণহীন অব্যবস্থার মাঝে আছি আমরা। আতংকের মধ্যে কাটছে প্রতিটি মুহূর্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছি।
0 coment rios:
You can comment here