Thursday, April 16, 2020

ছড়া কবিতা- করোনা ভাইরাস সতর্কতা


।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

বাংলাদেশে আসলো বিপদ
করোনা ভাইরাস
নিয়ম নীতি না মানলে
হবে সর্বনাশ।

পরিচ্ছন্ন থাকতে হবে
রাসূলের নির্দেশ
আপন স্থানে থাকি সবি
সুন্দর রাখি পরিবেশ।

থাকি যেন সবাই ঘরে
আড্ডা দেওয়া ছেড়ে
করোনা আর আসবেনা
ঝড়ের বেগে তেড়ে।


পবিত্রতার লক্ষ্যে ধোই
হাত মুখ আর নাক
গরম জলে ধৌত করি
বাহিরের পোশাক।

ব্যবহৃত আসবাব ধোই
ডিটারজেন্ট দিয়ে
দরজার হেণ্ডেল চুইস সব
দিলাম জানিয়ে।

প্রতিবেশি অতিথি
আসেন যদি ঘরে
পরিচ্ছন্নের বিষয়টি
দেখবেন খিয়াল করে।

ব্যবহৃত মোবাইল না দেই
অন্য কারো হাতে
ভাইরাস চলে যেতে পারে
সন্দেহ নেই তাতে।

টাকা পয়সায় থাকে ময়লা
জীবাণু যে কত
লেন দেন করে হাত
করি যেনো ধৌত।
 
যখন তখন আপন হাত
না দেই যেনো মুখে
একই কায়দায় হাত না দেই
নিজের নাকে চোখে।

সিদ্ধ দিয়ে খাবার খাই
দাঁতে চিবিয়ে
ফল মূল ধোয়ে খাই
আপন হাত দিয়ে।

প্রয়োজনে ঘরের বাইরে
যেতে পারি তাই
মাস্ক দিয়ে নাক মুখ
ঢেকে রাখা চাই।
 
হাঁচি আর কাশি এলে
একটু আড়াল করি
যথা সম্ভব নাক  মুখ
টিসু দিয়ে ধরি।

বন্ধ রাখি বিয়ের প্রোগ্রাম
আড্ডা সমাবেশ
মিছিল মিটিং মাঠের ওয়াজ
নোংরা পরিবেশ।

বর্জন করি মার্কেট মল
দোকান সুইমিং পুল
পাবলিক পরিবহনেও আছে
ভাইরাসেরি মূল।

সিড়ি আর লিফট চড়ি
সতর্কতার সাথে
যথা সম্ভব কাজ কমাই
অফিস আদালতে।

পর্যটন কেন্দ্র পার্ক বন্ধ
রাখি সাময়িক
বিনোদনে বাইরে না যাই
এঠাই যৌক্তিক।

সাধারণ সর্দি কাশি হলে
ক্লিনিকে না যাই
স্থানীয় হাসপাতালের
ডক্তারকে জানাই।

আপন আপন এলাকার
হট নাম্বার চাই জানা
এমার্জেন্সিতে বাহির হলে
করবেনা কেউ মানা।

গঠন করি স্বেচ্ছাসেবক
নিজ এলাকায়
নিজ উদ্যোগে সেবা করলে
আখেরাত সে পায়।

শক্তি যুগাই হাত বাড়াই
অসুস্থ কেউ হলে
জীবন পথে চলি যেনো
মানবতার বলে।

জলে স্থলে ফাসাদ সব
মানুষ ডেকে আনে
সূরা রূমের চল্লিশ আয়াত
আছে কুরআনে।

মানবতার সংকটে আজ
নিয়ম মানি সবে
করোনাকে দেখবনা আর
মহান রবের ভবে।

আল্লাহ তুমি সবার রাজা
আমরা গোলাম জাতি
জোড় হাতে ক্ষমা চাই
তুমিই বিপদ সাথী।


লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here