Thursday, April 16, 2020

সূরাতুল এখলাসের ভাবার্থের কাব্যানুবাদ



সুহাইল আহমাদ (আবু গালিব)

তাওহীদেরি মর্ম বাণী
আমরা সবি গাই
এখলাস সূরায়  চারটি গুণ
দেখতে মোরা পাই।

১. আহাদ মানে অদ্বিতীয়
আল্লাহ হলেন তিনি
এখলাসেরই প্রথম শিক্ষা
এটাই মোরা জানি।

২. আল্লাহ হলেন এমন
দেখতে নাহি পাই
সকল কাজ করেন একা
দরকার কিছুর নাই।

৩. নয় যে পিতা নয়তো বেটা
এমন হলেন জিনি
ঐ বিশ্বাস আছে যার
সেই মহান জ্ঞানী

৪. রাজার মতো রাজা
কাজে কর্মে মিলে
তাঁর মতো নেই যে কেহ
ঈমান আনি দিলে।
লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here