সুহাইল আহমাদ (আবু
গালিব)
বছর ঘুরে আসে যখন
মাহে রামাদ্বান
তিনটি সংবাদ জানিয়ে দেন
আল্লাহ মহিয়ান।
জান্নাতেরি দরজা সব খোলে
দেওয়া হয়
সেই বাগানে যাবে মুমিন
নেই কোনো সংশয়।
বন্ধ থাকে জাহান্নামের
সকল দরজা
নিয়ম মেনে মুমিন সবে
রাখবে যে রোজা।
শয়তান সব চির শত্রু
বন্দী দশায় রয়
মহান প্রভুর নিয়ামতরাজি
পাবো যে নিশ্চয়।
"اذا دخل رمضان فتحت
ابواب الجنة،وغلقت ابواب جهنم،وسلسلة الشیاطین"
[বুখারী ৩২৭৭ নং হাদীসের তরজমা অবলম্বনে]
লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।
0 coment rios:
You can comment here