।। যুবাইর আহমদ মাবরুর।।
ধরার বুকে আসিল নেমে শুভক্ষণ,
মালিকের ইবাদতে তারে করে নিও বরণ।
চাও যদি মালিকের সন্তুষ্টতা,
করো না ব্যায় তারে যথাতথা।
রহমত মাগফিরাত সাথে করে,
আসিল সে মানবের মুক্তির তরে।
রাসুলের ওসিলায় তব মান,
আসিল সে বিলাতে ক্ষমা অফুরান।
দুনিয়াময় যত আধাঁরে ভরা
আসিল সে তা করিতে সারা।
পাপ কলঙ্ক যত করিয়া দূর
মানবের মাঝে বাজাবে খুশির সুর।
লবিতে চাহ যদি চির নাজাত
করে নিও তারে স্ব-জাত।
খোদার প্রিয় হওয়ার জাগিলে খায়েশ,
তার মর্যাদা জানিও অশেষ।
লেখকঃ
শিক্ষার্থী,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সিলেট।
0 coment rios:
You can comment here