Friday, April 24, 2020

ছড়া কবিতা- আমাদের গ্রাম


 
।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

গাঁয়ের পাশে হাওড়
আছে বিল ঝিল
গাং খাল রাস্তা আছে
আকাশটাও নীল।

হাওড় পারের মৃদু হাওয়া
গাছ গাছালি অনেক
গাং বিলে মাছ আছে
ছোট বড় হরেক।

নীল আকাশে মেঘের খেলা
চাঁদ তারার মেলা
সূয্যিমামা ও দেখতে পাই
সকাল সন্ধ্যা বেলা।

মাদরাসা আর স্কুল আছে
বাজারও যে পাই
জামে একটি মাসজিদ আছে
তার তুলনা নাই।

গাঁয়ের নাম কাঞ্চনপুর
ছাতক থানাধীন
সুনামগঞ্জ মোদের জেলা
এই পরিচয় একটু নিন


লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here