।। মুন্সি আব্দুল কাদির।।
আজ ক্ষমা চাই
আজ ক্ষমা করো
ওগো রাহমান
আজ এসেছে রহম নিয়ে
মাহে রামাদ্বান, তোমার প্রিয় রামাদ্বানll
আজকে দেখ ক্ষুধায় ভুখে
সবায় একাকার
নেই ভেদাভেদ ধনী গরীব
দেখো না এবার
প্রভু দেখো না এবার
তুমি ছাড়া গুনাহ মাফের কে আছে গোফরানll
যার কারনে মাহে রামাদ্বান
এতো পূণ্যময়
সেই কোরআনের আলো দিয়ে
জীবন করো আলোকময়
তোমার কাছে শক্তি চাহি
তোমার কাছে দয়া চাহি, পড়িতে কোরআনll
লেখকঃ কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
0 coment rios:
You can comment here