।। হাফিজ
মোঃ মাশহুদ চৌধুরী।।
আল্লাহর দয়া পেতে হলে, সৃষ্টিকে দয়া করতে হবে........
পর্ব-১
জীবনের যে কোনো ক্ষেত্রে সাফল্যের জন্যে আল্লাহর দয়া মায়া ও
অনুগ্রহ জরুরি। আল্লাহর দয়া ছাড়া কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব নয়। এ
নীতিমূলক কথা সবাই যদিও জানে এবং কথার মাধ্যমে অনেক সময় প্রকাশও করে থাকে। কিন্তু
যেসব কাজে আল্লাহর দয়া ও অনুগ্রহ পাওয়া যায়, সেসব কাজ করতে তেমন একটা দেখা যায় না।
বর্তমান নোভেল করোনা ভাইরাস বা কোভিড ১৯ এর মহামারিতে
আক্রান্ত হয়ে সারা দুনিয়ার মানুষ আজ হতভম্ব ও দিশেহারা। পৃথিবীব্যাপী সকল দেশের
সরকার প্রধান থেকে শুরু করে সর্বস্তরের মানুষই পেরেশানীর সাথে আল্লাহর সাহায্যের
কাঙ্গাল হয়ে কান্নাকাটি করে আল্লাহর দয়া চাইছে। কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য যে
শর্ত রয়েছে, তা কে কতোটুকু কোন
পদ্ধতিতে পালন করছে?
এবার দেখি আল্লাহর সাহায্য ও দয়া পেতে হলে কী কী
করতে হবে............
১. মহান আল্লাহ বলেন,
﴿يَا أَيُّهَا الَّذِينَ
آَمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ﴾
অর্থাৎ, "হে বিশ্বাসী লোকেরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের কদমকে
মজবুত করে দিবেন"। (সূরা মুহাম্মদ, আয়াত ৭)
এখানে আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দেয়া জীবন
ব্যবস্থা বা ধর্মের প্রচার প্রসার ও প্রতিষ্ঠার এবং আল্লাহর সৃষ্টি মানুষ জীবজন্তু
ও পরিবেশের সাহায্য উন্নতি ও রক্ষণাবেক্ষণের আপ্রাণ চেষ্টা করা। এ কাজ যতো নিষ্ঠা আন্তরিকতা ও যথাযথ পদ্ধতিতে করা হবে, আল্লাহর সাহায্যও ততো বেশি পাওয়া যাবে।
২. নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
﴿حَدَّثَنَا ابْنُ
أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ أَبِي
قَابُوسَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاحِمُونَ يَرْحَمُهُمْ الرَّحْمَنُ ارْحَمُوا مَنْ
فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ﴾
অর্থাৎ, "তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আকাশবাসী তোমাদেরকে দয়া করবেন "। (তিরমিজি, খণ্ড-৭, হাদীস নং ১৮৪৭)
এখানে আকাশবাসী বলতে আল্লাহ সরাসরি অথবা তাঁর মালাইকা বা
ফেরেশতার মাধ্যমে সাহায্য করবেন বলে বুঝিয়েছেন।
৩. স্বামী বিবেকানন্দ
বলেছেন, "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর"। অর্থাৎ প্রাণীকুলের সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করা হয়
এবং তাঁর সন্তুষ্টি পাওয়া যায়।
এ ভাবে সৃষ্টির প্রতি দয়া দেখানোর মাধ্যমে আল্লাহর দয়া
পাওয়া যায় বলে কুরআন হাদিস এবং বিভিন্ন ধর্মগ্রন্থ ও মনীষীদের অসংখ্য উক্তি রয়েছে।
সৃষ্টির প্রতি দয়া দেখানোর উপায়ঃ
চলবে ---------
লেখকঃ
হাফিজ মোঃ
মাশহুদ চৌধুরী,
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ
শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
Facebook Page:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
0 coment rios:
You can comment here