Thursday, April 9, 2020

করোনা পরিস্থিতি: আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল



করোনা পরিস্থিতি: আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্ত মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। গত ৭২ ঘণ্টার ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সোয়া দুই লাখ। আর গড়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭০ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে হালনাগাদ এ তথ্য জানিয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ২ হাজার ৬১৮ জন বলে উল্লেখ করা হয়। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯১৫। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৩৯ হাজার ৭৭৫ জন। এর আগে ৬ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রেচার লাখ ৩২ হাজার ৫৫৪। এর পরে আছে স্পেনএক লাখ ৫২ হাজার ৪৪৬। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইতালি (এক লাখ ৩৯ হাজার ৪২২), জার্মানি (এক লাখ ১৩ হাজার ২৯৬) ও ফ্রান্স (৮৩ হাজার ৮০)।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১০ হাজার ৮৬৯ জন মারা গেছে।


ছবি: রয়টার্সবিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্ত মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। গত ৭২ ঘণ্টার ব্যবধানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সোয়া দুই লাখ। আর গড়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭০ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে হালনাগাদ এ তথ্য জানিয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ২ হাজার ৬১৮ জন বলে উল্লেখ করা হয়। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯১৫। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ৩৯ হাজার ৭৭৫ জন। এর আগে ৬ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১২ লাখ ৮৬ হাজার ৪০৯ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রেচার লাখ ৩২ হাজার ৫৫৪। এর পরে আছে স্পেনএক লাখ ৫২ হাজার ৪৪৬। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইতালি (এক লাখ ৩৯ হাজার ৪২২), জার্মানি (এক লাখ ১৩ হাজার ২৯৬) ও ফ্রান্স (৮৩ হাজার ৮০)।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১০ হাজার ৮৬৯ জন মারা গেছে।

এদিকে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে ২৪ ঘণ্টায় আরও ১১২ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০।

সূত্র: প্রথম আলো, অনলাইন, 9এপ্রিল 2020


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here