Sunday, April 12, 2020

আসুন! চিন্তার জগতে ফিরে যাই-----

 
।। মাজহারুল ইসলাম জয়নাল।।

আসুন! চিন্তার জগতে ফিরে যাই-

করোনা ভাইরাসের মহামারীতে আজ সারা দুনিয়ার মানুষ অস্থির। আজ কোথায়ও শান্তি নেই, সারা দুনিয়া আজ অচল, সবাই গৃহবন্দি। কেউ মানসিক শান্তিতে নেই। এ প্রর্যন্ত প্রায় এক লক্ষ মানুষ ইন্তেকাল করেছেন আর  করোনা আক্রান্তের সংখা হিসেবের বাহিরে চলে যাচ্ছে। আমি-আপনি এখনো ভালো আছি, জানিনা হয়ত কাল আমি আপনি করোনায় আক্রান্ত হয়ে পরকালের যাত্রী হতে পারি (আল্লাহ মাফ করুন, সকলকে নেক হায়াত দান করুন)।

দুনিয়ার সামান্য একটা ভাইরাসের মোকাবিলা করার শক্তি দুনিয়ার কারো নেই। একমাত্র আল্লাহ তায়ালার দয়া ও সচেতনতা ছাড়া বাচাঁর আর কোনো উপায় নেই। আমি যখন আমার নিজের ইমান-আমলের দিকে তাকাই তখন শুণ্যতা ছাড়া আর কিছুই দেখি না। একমাত্র আল্লাহ তায়ালার দয়া-গুণে জান্নাত লাভের আশায় আছি। পরকালের সামান (ইমান-আমল) ছাড়া কেমনে আল্লাহর দরবারে হাজিরা দেই?

দুনিয়ার সামান্য করোনা ভাইরাসের ভয়ে আজ নিজের ভাই, বোন, পিতা-মাতা, বন্ধু-বান্ধব সবাই দূরে চলে যাচ্ছে! এটাই আজকের দুনিয়ার বাস্তবতা। আর পরকালের হিসেব কতো কঠিন তারাই জানেন যারা কুরআন-হাদীসের সামান্য জ্ঞান রাখেন। সেই দিন কেউ কারো সাথী হবে না। শুধু নাফসি নাফসি বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
দুনিয়ায় আপনি পীর, বুজুর্গের কতো অলৌকিক কাহিনী শুনেছেন! আজ কই তারা নিজেরা নিজেদের চিন্তায় বেহাল অবস্থায়। শক্তিধর পীর সাহেবের কেরামতি আজকে একটু দেখাননা কেনো? বাস্তবতা হচ্ছে আল্লাহ তায়ালার ক্ষমতার কাছে সবাই ফকির-অসহায়। হাদীসে আসছে কিয়ামতের দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন। সুতরাং নিজেদের বিচার নিজেরা করি, ইমান-আমলকে খাঁটি করি।

যাবতীয় শিরক, বিদায়াত, পাপাচার, অশ্লীলতা, সুদ, ঘুষ,বেপর্দা, অন্যায়, অবিচার, দূর্ণীতি ছেড়ে দিয়ে আল্লাহ ও তাঁর রাসুলের দিকে প্রত্যাবর্তন করি।

মনে রাখবেন, পরকালের কঠিন দিনে ইমান-আমল ও আল্লাহ তায়ালার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো পথ নেই।

হে আমার প্রিয়জন! আর কত সময় গড়ালে আমাদের হুঁশ হবে?

আর কত লাশের মিছিল দেখলে আমরা আল্লাহর দিকে ফিরে যাবো ? যে-কোনো সময় মালাকুল মাউত আমাদের রুহটা কবজ করে ফেলে যাবে আমাদের নিথর দেহটা। তবুও কি আমাদের হুশ হবে না? করোনাকে শুধু ভয় নয়; করোনা ভাইরাস হতে শিক্ষা গ্রহণ করুন।

আসুন! চিন্তার জগতে ফিরে যাই।
﴿ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
"হে মানুষ! কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোকায় ফেলে দিল?" (সূরা ইনফিতার: ৬)

তাই এবার আপনার-আমার সিদ্ধান্ত নেওয়ার পালা। যতদিন বাঁচবেন আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে নিজেকে পরিচালিত করুন। ইয়া আল্লাহ তোমার করুণা দিয়ে আমাদেরকে তোমার আজাব ও গজব হতে রক্ষা কর। আর পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার তাওফিক দান কর।
 
আসুন! বেশি বেশি করে আল্লাহর নিকট তার আজাব ও গজব হতে ক্ষমা প্রার্থনা করি।
আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, দোয়া চাই সকলের। আমিন।
লেখকঃ প্রাবন্ধিক ও কলামিস্ট
ইমেইলঃ majharul276@gmail.com
মোবাইলঃ01748237131


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here