Sunday, April 26, 2020

ছড়া কবিতা- ইন্নামাল মু'মিনুনা ইখওয়াত


 
           
।। মুন্সি আব্দুল কাদির।।

এ রমজানে দেখছি কেন গালাগালি
কোন রহমের আশা নিয়ে লাগালাগি
এই করোনার ভয়ের মাঝেও ভাগাভাগি
হিংসা ছাড়
অহম ছাড়
আর করো না রাগারাগি।

দেখো তোমার ঘর কি আছে সঠিক পথে
সবাই কি আজ চলছে ঘরের তোমার মতে

মতভেদ থাকতে পারে সকল ঘরে
তার জন্য রাগ করে কি জায়গা খুঁজে পরের ঘরে

তা কিন্তু নয়, রাগ করে কেউ যায়গো চলে
তাকে নিতে কত বুঝায় ছলে বলে

এই রমজানে তোমায় আমায় জঙ্গে মিলে
হাসছে দেখো ইবলিসেরা তাহার জেলে

আজ রোজা নয় তোমরা থাক ফারাক নিয়ে
রোজার শেষে তুহফা দেব আমি নিজে গিয়ে
বন্দি আমি
আমার কাজটা নাও চালিয়ে
বিষাদ ব্যথায় মুমিনের মন দাও ভরিয়ে ।


ওহ প্রিয় ভাই একটু চিন্তা করবে না কি
হাতে ধরি আর কি আছে বলার বাকি

আজ ছেড়ে দাও মনের থেকে হিংসা অহম
গালাগালি দাও ছেড়ে দাও আসবে রহম

মতভেদ কে নেই সকলে রহম বলে
প্রভুর রহম দেখবো তখন জলে স্থলে।


মতভেদ হয় না যেন মতবিরোধ
বন্ধু হই আজ সবায় মিলে শত্রু নিরোধ
 
"ইন্নামা" নয়তো শুধু নিশ্চয়তা
সর্ব নিম্ন বুজায় সেতো স্বার্থকতা

ভাই হয়ে যাই আজকে আসো সবাই মিলে
প্রভুর কাছে এই ফরিয়াদ কান্না দিলে।

"ইন্নামাল মু'মিনুনা ইখওয়াত "
বেড়ে যাবে এ মিল্লাতের সব কুওয়াত।


লেখকঃ কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here