Thursday, April 30, 2020

ছড়া কবিতা-বাবুই পাখির স্মৃতি


 

।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।


বাবুই পাখি বাবুই পাখি
আসবে কি আর ফিরে?
তোকে যখন ধরতে যেতাম
চলতাম আমি ধীরে।

মাস্টার দাদার নারিকেল গাছে
তৈরী করতে ঘর
তাইতো আমি দেখতে যেতাম
থাকতো না তো ডর। 

আজব তুমি ঘর বানাতি
তাই শিল্পী তোদের নাম 
চড়ুই দেখে মুখ বাঁকাতো
এটাই তার কাম।

দাদা আমার যুবক ছিলেন তাই
তোমায় ধরতে দিতেন মানা
নাইরে আমার দাদা এখন
বিচার ছিলো ষোলো আনা।

পুকুর পারের, গাছের স্মৃতি
যখন আমি গাই
তখন আমি তোমাকে আর
দেখতে নাহি পাই।

উজাড় হচ্ছে গাছ গাছালি
বাসা বাঁধবি কই
তুই যে এখন কোথায় গেলি
একলা আমি রই।


লেখকঃ
সাবেক শিক্ষক (আরবি);
জালালাবাদ ইন্টারন্যশনাল আলিম মাদরাসা,
ইসলামপুর, সিলেট।
ইমাম; আল বির মাসজিদ
ইয়ারমুক, তাবুক, সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here