।। মুন্সি আব্দুল কাদির।।
সবখানে দোষ ভুল
স্বার্থের নেই কুল
দেখে দেখে হয়রান।
কেন হল এ দশা
বাড়িতেছে হতাশা
কেন শুনি ক্ষয়গান।
উঠানে উঠিয়াছে জঙ্গল
দেই তাতে সার জল
জঙ্গলে বাড়ে বল
জঙ্গলে হয় ফুল
তা কি নয় বড় ভুল
সাপ বিচ্ছু করে কি মঙ্গল?
গোলাপের বাগ হতে হলে
তাতে লাগে অর্থ
প্রতি দিন কষ্ট
বাগে ফুল ফুটে
মক্ষিকা ছুটে
সুবাসিত হয় স্থলে জলে।
জঙ্গলে আজ তুমি
খোঁজ যদি ফুল
কাকে কি বলব
কোন দ্বার খুলব
তা কি নয় ভুল ভাই
তা কি নয় ভুল ?
ভুলকে ভুল বল
সত্যের দ্বার খোল
ছড়িওনা আর তুমি বিষবাপ
বিবেকে নাড়া দাও
সততার গুন গাও
নিজেরও ভুল দেখ
জাতিকে দিও না অভিশাপ ।
লেখকঃ কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
0 coment rios:
You can comment here