Sunday, May 24, 2020

রামাদান শোকে কাতর আমি..........................

 
।। হাফিজ  মোঃ মাশহুদ চৌধুরী।।

বছরের ১২ মাসের মধ্যে সেরা মাস হলো রমজান মাস নামে খ্যাত পবিত্র রামাদান মাস।
এ মাসটি সেরা হবার কারণ দুটিঃ—
(১) এ মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে,
(২) এ মাসের পুরো অংশজুড়ে আল্লাহর ইবাদাত উপাসনা করা হয়। তাছাড়া আরও অনেক কারণ আছে, সেগুলো মূলত এ দুটোর অন্তর্ভুক্ত।

অতীব গুরুত্বপূর্ণ এ পবিত্র মাসটি আজ বিদায় হতে চলছে বলে মনটি আমার ভালো নয় ! আগামী রামাদান মাস পাবো কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি।
বর্তমান মাসে নিজেকে কতোটুকু বিশুদ্ধ করতে পেরেছি, মানব জাতির কল্যাণে নিজেকে কতোটুকু উপযুক্ত করতে পেরেছি, তা নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ ও আত্মসমালোচনা।

আবার এ মাসটিকে কতোটুকু কাজে লাগাতে পেরেছি, সেটিও বিবেচ্য বিষয়।

অন্যদিকে চিন্তা, দৃষ্টিভঙ্গি, আচার-আচরণ ও কর্মের যেটুকু শুদ্ধাচার অর্জনের সুযোগ পেয়েছি, বাকি এগারো মাসে সেসবের কতোটুকু ধরে রাখতে পারবো বা কাজে লাগাতে পারবো সেটিও চিন্তার বিষয়।

রামাদান মাসের শেষ কয়দিন এসব চিন্তাভাবনা আমাকে ব্যস্ত রেখেছে বলে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, মোবাইল ইত্যাদি বিভিন্ন মাধ্যমে কাউকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানানো কিংবা কারো ঈদ শুভেচ্ছার উত্তর দেয়ার সুযোগ হয়নি বলে দুঃখিত।

পবিত্র রামাদান মাসের শেষ দিনে মহান আল্লাহর কাছে দুয়া করছি যে, এ পর্যন্ত যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন বা সংকল্প করেছেন তাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে উত্তম বিনিময় আল্লাহ দান করুন।
পাশাপাশি আমার প্রিয় মাতৃভূমির মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি দল ও বিরোধী দলের সকল নেতা নেত্রী, প্রশাসন ও বিচার বিভাগের সাথে জড়িত সবাইকে এবং দেশের সকল স্তরের মানুষকে সঠিক ও বিশুদ্ধ পথে চলার মন-মানসিকতা আল্লাহ দান করুন।

সকলের অন্তর থেকে পারস্পরিক হিংসা বিদ্বেষ শত্রুতা চিরদিনের জন্য দূর হোক এবং পারস্পরিক স্নেহ-শ্রদ্ধা-ভালোবাসা ও কল্যাণকামিতা সে স্থান দখল করুক। সকলকে বিপদ মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন।

প্রতিমুহূর্তে মৃত্যুর জন্য এবং মৃত্যু পরবর্তী সফলতার জন্য পাগলপারা হয়ে সঠিক কর্মনীতি নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন।

কোভিড ১৯ নামক মহা বিপর্যয় থেকে প্রকৃত শিক্ষা গ্রহণের মনোভাব আল্লাহ সবাইকে দান করুন।

করোনা পরবর্তী চতুর্মুখি মহা সমস্যা সমাধানে আমাদের পুরো জাতিকে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয় হয়ে কাজ করার দৃষ্টিভঙ্গি আল্লাহ দান করুন।

মুক্তিযুদ্ধের চেতনাকে সঠিক ধারায় প্রবাহিত করার মানসিকতা আল্লাহ সবাইকে দান করুন। বিভিন্ন পর্যায়ে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জনে ও স্বাধীনতা রক্ষায় এবং দেশে শান্তি প্রতিষ্ঠায় যারা শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-গুম-মামলার শিকার হয়েছেন, প্রত্যক্ষ ও পরোক্ষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপন ও ঘনিষ্ট জনকে খুইয়েছেন, তাদের সকলকে আল্লাহ যেনো উপযুক্ত প্রতিদান দান করেন। এক্ষেত্রে যারা বোঝে নাবোঝে ভুল করেছেন, তাদের সকলকে ভুল বোঝার, উপলব্ধি করার এবং সংশোধন হবার মন ও সুযোগ আল্লাহ দান করুন।

উপরন্তু দেশের স্বাধীনতা রক্ষায় এবং বিশ্বের দরবারে প্রিয় দেশটির মর্যাদা প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে আমাদের সকল নাগরিককে একযোগে কাজ করার তাওফিক আল্লাহ সবাইকে দান করুন।

একইভাবে সারা দুনিয়ার জাতিসমূহের পারস্পরিক বিদ্বেষ, হানাহানি, শত্রুতা বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতি বিশ্বের সকল মানুষের মন যেনো ধাবিত হয় এবং এ কাজে নেতৃত্ব দিতে যেনো বাংলাদেশ সক্ষম হয়, সেজন্য যৌক্তিক পদ্ধতিতে কাজ করার তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুন।

সর্বোপরি বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য একটি বিশুদ্ধ জাতি প্রয়োজন। বস্তুত পেছনের জমে থাকা জঞ্জাল থেকে মুক্ত হয়ে একটি বিশুদ্ধ জাতি গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি জাতীয় দায়মুক্তি অনুষ্ঠান একান্ত আবশ্যক। এ দায়মুক্তি অনুষ্ঠানের রূপরেখা চূড়ান্তকরণ ও আহ্বানের অনুমতি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে লেখা আবেদনের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি যাতে আকৃষ্ট হয় সেজন্য মহান মাবুদের দরবারে রামাদানের শেষ দিনের শেষ এ মূহুর্তে কায়মনোবাক্যে প্রার্থনা করছি।

(এবারের সিয়াম সাধনার কতিপয় আকর্ষণীয় দিক শিরোনামে পরবর্তী লেখার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি।)
লেখকঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,  
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল: 
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber 
শুভেচ্ছা টিভি - Shuveccha TV 
Facebook: 
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী  



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here