Monday, May 25, 2020

ছড়া কবিতা- এক বরকতময় ঈদ



।। মুন্সি আব্দুল কাদির।।

এবারের ঈদে ছিল কত বরকত
মুসলিম দেখেনি যে পাপ কালিমা
যদিও যাওয়া নেই কোন ঈদগায়
মনে দিলে প্রভু পথে ছিল হরকত।

অন্য সব ঈদে ছিল পাপ রাশি রাশি
রহমের শেষে পাপে ভরে যেত খাতা
কানে আজ বাজেনি  গানের আওয়াজ
রহমে বৃষ্টিতে ঈদ দিয়েছিল  হাসি ।


এই দিন পৃথি চায় ঝরে চোখ জল
জানানাতি সমীরণ বয় চারদিক
পাপ তাপ সয়লাবে সব থেমে যেত
তাহলে বেড়ে যাবে ইমানের বল।

কোলাকুলি মুছাফাহা নেই কেন আজ
সারা পৃথি দেখেনিকো এক সাথে বালা
কোমলতায় ডেকে নাও আল্লাহর পথে 
একতার আহবানে  পড়ে নাও তাজ।

বন্দি একা একা তাই ডাক মাওলায়
খোঁজ নাও গরীবের আছে ঘরে খানা
ধনী ভুখা সব জনা হলে ভাই ভাই
আসমানী সব বালা দূরে চলে যায়।

খরচের খাতা ছিল খুব কম কম
আবদার সব দূরে করোনার ভয়ে
ঘোরাঘুরি নাচানাচি কোন কিছু নেই
আসমানী দূতে দূতে করে গম গম।

এ কেমন  ঈদ এল আমাদের ভাগে
কোলাহল আড্ডা কোন কিছুই নেই
মাফ চাই প্রভু কছে তুলে দুই হাত
রাহমান কভু নয় চাইবে যে রাগে।


লেখকঃ 
কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here