Sunday, May 3, 2020

ছড়া কবিতা-রহমত দশকের একদিন



।। মুন্সি আব্দুল কাদির।।

রহমতের দশ দিনে
বাকি আছে এক দিন
ঝুড়ি আছে তলা ফুটো
আমি তাই দিনহীন।


ঝুড়ির ঐ ফুটোসব
দেখে করি মেরামত
রহমত ভরে যাবে
পাব কত নেয়ামত।


প্রতি বার এই দিন
আসে আর ফিরে যায়
আমি থাকি বেখেয়াল
আজ তাই অসহায়।


আরশের দরজাটা
খোলা থাকে প্রতিদিন
ভালবাসার দাবি মিছে
আমি ওগো দিশাহীন।

শেষ দিনে আজ চল
ভেঙ্গে পরি কান্নায়

মাফ চাই ক্ষমা পাব
সকলের
দেখা হবে জান্নায়।


লেখকঃ কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here