।। মুন্সি আব্দুল কাদির।।
বলতো বন্ধু করোনা শুধু আমাকে কাঁদাতে এসেছে
না কি করে হয়!
তবে তার আগমন
তার আগমন কালে টের পাওয়া ভার
এসেই সে সকলকে জানান দেয় আমি এসেছি
তাকে জিজ্ঞাসা করলে একে একে জবাব দেয়:
সে কিছু শুনতে, কিছু বলতে, কিছু করতে এসেছে
করোনা মজলুমের আর্তনাদে শুনতে এসেছে
করোনা দুর্ভিক্ষপীরিত মানুষের কংকাল দেখতে এসেছে
করোনা বলাৎকারকৃত বোনের অসহায় চাহনি দেখতে এসেছে
করোনা নারী পুরুষের একাকার হয়ে যাওয়া দেখতে এসেছে
করোনা জালেমের বোমার আওয়াজ শুনতে এসেছে
করোনা আততায়ীর বোমা হামলায় মৃত্যুর মিছিল দেখতে এসেছে
করোনা ছোট শিশু আয়লানের লাশ সৈকতে ভেসে থাকার আনন্দ দেখতে এসেছে
করোনা কাশ্মীরের নিপিড়িত
আয়েশার আকুতি শুনতে এসেছে
করোনা নিপিড়িত মানুষের রক্তাক্ত লাশ গুনতে এসেছে
করোনা চার দেয়ালে বন্দি মজলুমদের কথা শুনতে এসেছে
করোনা মজলুমদের ক্ষতে পরশ বুলাতে এসেছে।
হে জালিম তুমি মজলুমকে লকডাউন দিয়েছে
করোনা পুরো পৃথবীকে এক জায়াগায় বন্দি করে দিয়েছে
করোনা চায় মজলুম হাত উঠিয়ে বলুক হে মাবুদ জালেম শোধরে গেছে
তাকে মাফ করে দাও।
করোনা চায় ক্ষুধার্ত মানুষ খেয়ে রিষ্ট পুষ্ট হোক
করোনা বলাৎকারকারীর শাস্তি নিশ্চিত করতে চায়
করোনা চায় নারীরা নারীর মত, পুরুষরা পুরুষের
মত থাকুক
করোনা জালেমের বোমার স্থলে ফুলের বাগান চায়
করোনা চায় আততায়ীদের পিছনে যারা আছে থেমে যাক
আততায়ীরা স্বাভাবিক জীবন ফিরে পাক
করোনা সকলের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়
করোনা নিপিড়িত মানুষের আর্তচিৎকার থামানোর আহবান জানায়
করোনা পুরো পৃথিবীতে কোন নিপিড়িত মানুষ দেখতে চায় না
অন্যায়ভাবে প্রবাহিত মানুষের রক্ত দেখলে সে আরো রেগে যায়
সে চায় সকল মানুষ স্বাধীনভাবে জন্মেছে, সত্যের স্বাধীনতা
সবার অধীকার
সে চায় অন্যায় জুলুম শোষন নিপিড়ন, বলাৎকার থেমে
যাক।
হে মানুষ, শুধু বল তুমি ভাল হয়ে গিয়েছ
সৎ, সত্যবাদী, মানবদরদী হতে পেরেছ!
কালোবাজারী, মজুতদারী, মোনাফালোভী
হতে মুক্তি পেয়েছ!
তুমি বল মানুষের রক্ত আর ঘামের উপর তোমার প্রাসাদ নির্মাণ করতে
চাও না!
তুমি বল অল্পতে তোমার মধ্যে তুষ্টি চলে আসে!
তুমি বল আমার আগমনে তোমাদের মধ্যে বোধ জেগেছে!
বল তোমরা অশ্লীলতা, বেহায়াপনা ছেড়ে দিয়েছ!
বল, অন্যের দুঃখ ব্যথায় তোমার মন কেদে উঠে!
বল, তোমার মাওলাকে তুমি ভুলে ছিলে এখন দিবা রাতি তাঁকে স্মরণ কর!
হে মানুষ আমি দেখি আমার আগমনে তোমরা ঘরকেই সিনেমা হল বানিয়ে
ফেলেছ
আমার আগমনে ঘরে প্রচুর খাবার দাবার মজুদ করে রেখেছ
যারা না খেয়ে আছে তাদের কতটুকু খবর রাখছ, বেশীর ভাগই
রাখছ না
হে শক্তিশালী আর বিত্তবানেরা
বল তোমরা কি জুলুম থামাতে পেরেছ?
বল নিজের বিবেক জাগ্রত করতে পেরেছ?
দুর্বলদের উপর চাপিয়ে দেওয়া ভার মুক্ত করেছ?
বল, মানুষের রক্ত, শ্রম, ঘামের মূল্য
দেওয়ার চিন্তা করতে পেরেছ?
এমন হাজারো প্রশ্ন করতে থাকলে উত্তর দিয়ে কি আমাকে সন্তুষ্ট
করতে পারবে?
আমতা আমতা নয় সঠিক ভাবে জবার দাও
পারবে কি বুকে হিম্মত নিয়ে সৎসাহস নিয়ে হ্যাঁ সূচক জবাব দিতে।
না পারবে না, আমি নিজেই কয়েক মাস ধরে তোমাদের
দেখছি
আমি নিজেও আফসোস করি মাওলা মহা দয়াবান
নয়তো বহু আগেও তোমাদের চিহ্ন হারিয়ে যেত
দেখ সারা পৃথিবীকে আমি বন্দিখানা বানিয়ে দিয়েছি
কিন্তু তোমরা এতো বেয়ারা, খুব সামান্যই
তোমাদের পরিবর্তন হয়েছে
আর শোন তোমরা একত্ববাদের দাবীদাররাও কি এক হতে পেরেছ?
আমি দেখছি, সম্পদ লুট করা আর ইসলামকে ধ্বংস করার জন্যই বেশী জুলুম
এখনো তোমরা তা থামাতে পার নি।
বল, আমি কি করে ফিরে যাই।
তোমরা যখন কিছুই পারছ না, আমাকে আমার
কাজ করতেই হবে
দেখ, পৃথিবীকে কেয়ামতের পূর্বে হাশরের এক মাঠ বানিয়ে দিয়েছি
কেউ অসুস্থ হলে তার পাশে কেউ আসতে চায় না
এমন কি জানাযাও ঠিক ভাবে হয় না।
অনেক ঘরে অমি আজরাইলকে ডেকে নিয়ে আসি
অনেকে না খেয়ে থাকছে
তোমাদের মুখের হাসি আমি কেড়ে নিয়েছি
রাতের আরামের ঘুমে চিন্তার বলি রেখা জেগে উঠে
তোমরা আমাকে তাড়াতে চাও আমি কি বোমার আঘাতে মারা যাব
আমাকে বিষ ঢেলে মারা যাবে, বরং তুমি নিজেই
মরে যাবে।
হে মানুষ আমি আল্লাহর সৈনিকের মাত্র ক্ষুদ্র একজন
তোমরা ভাল হয়ে যাও, আল্লাহর নিকট মাফ চাও
আমি থাকতে আসি নি, চলে যাব, কিন্তু তোমরা
আমাকে খুব ভালবাস
আমাকে বিদায় দেওয়া তোমাদের কষ্টের মনে হয়
দেখ আমি থাকতে চাইনা
তবে মাওলার জন্য তোমাদের হাদিয়া কিনতে দেরী হলে
আামকে থাকতেই হবে
আমি যে মাওলার কাছে তোমরা তাঁর দিকে ফিরে এসেছ
এই উপহার নিয়ে যেতে হবে
বল, তোমরা কি খরিদ করতে পেরেছ?
আর যদি না পার আমি আরো কত দিন থাকব আমি নিজেও জানি না।
হে মানুষ আমিও তোমাকে ভালোবাসি
তোমরা আমার ফিরে যাবার উপটৌকন এনে দাও।
আমি ফিরে যাই, তোমরা পৃথিবীকে জান্নাতের একটি
বাগান বানিয়ে নাও।
লেখকঃ কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
0 coment rios:
You can comment here