Thursday, May 28, 2020

পঞ্চম শ্রেণি, ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, দেশপ্রেম, ভিডিও লেকচার


।। ইমদাদুল হক যুবায়ের।।

পঞ্চম শ্রেণি, ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, দেশপ্রেম, ভিডিও লেকচার


তৃতীয় অধ্যায়:
আখলাক্ব বা চরিত্র নৈতিক মূল্যবোধ
আজকের পাঠ:
দেশপ্রেম   সংক্ষিপ্ত নমুনা প্রশ্ন উত্তর

দেশপ্রেম এর শাব্দিক অর্থ:
এখানে দুটি শব্দ, একটি দেশ আর অপরটি প্রেম। দেশ এর আরবি হলো- ওয়াত্বন, আর প্রেম বা ভালোবাসা এর আরবি হলো- হুব্বুন
দেশপ্রেম এর শাব্দিক অর্থ: হুব্বুল ওয়াত্বন বা দেশপ্রেম অর্থ-
১। দেশকে ভালোবাসা;
২।  স্বদেশকে ভালোবাসা
৩। জন্মভূমিকে ভালোবাসা।

দেশপ্রেম এর পারিভাষিক অর্থ:
নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম।
দেশপ্রেম সম্পর্কে জ্ঞানীরা যা বলেছেন:  حب الوطن من الإيمان  দেশপ্রেম ঈমানের অঙ্গ।

স্বদেশ মক্কা থেকে মহানবি (সা.) এর মদিনায় হিজরত:
আমাদের মহানবী (সা.) তাঁর স্বীয় জন্মভূমি মক্কানগরীকে মনে প্রাণে ভালোবাসতেন। কিন্তু মক্কার অধিবাসীরা তাঁকে হত্যা করার পরিকল্পনা করে। মক্কাবাসী কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে আল্লাহর আদেশে তিনি ৬২২ সালে জুন মাসের শেষের দিকে তার একান্ত অনুসারী আবু বকর সিদ্দিক রা. কে সাথে নিযে গোপনে মক্কা থেকে মদিনায় হিজরত করেন।

মক্কা ছেড়ে যাওয়ার সময় অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে বলছিলেন:

হে মক্কানগরী! তুমি কতো সুন্দর!
তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি।
তুমি আমার কাছে কতই না প্রিয়!
হায়! আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত,
এদেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত
আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।
আমরা বুঝতে পারলাম যে,
১। স্বদেশের প্রতি মহানবি সা. এর ছিল গভীর ভালোবাসা।
২। স্বদেশের প্রতি তাঁর ছিল কী মধুর টান!
৩। জন্মভূমির প্রতি তাঁর ছিল কী অটুট দেশপ্রেম

নমুনা প্রশ্ন: সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

১। মানব চরিত্রের ভালো গুণ কোনটি? কোনটি মানুষের মহৎগুণ?
উত্তর: মানব চরিত্রের ভালোগুণ হলো সৎ চরিত্র। মানুষের মহৎগুণ হলো মানুষের সেবা করা।

২। দেশপ্রেম অর্থ কী? দেশপ্রেম কাকে বলে?
উত্তর: দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা ইত্যাদি। নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম।

৩। আল্লাহ কিসে খুশি হন? আমরা কাকে কষ্ট দিব না?
উত্তর: মানুষের সেবা সাহায্য করলে আল্লাহ খুশি হন। আমরা গরু-ছাগল, কুকুর-বিড়ালসহ কোনো প্রাণীকে কষ্ট দিব না।

৪। আমরা পাড়া-পড়শিকে কী করব? 
উত্তর: আমরা পাড়া-পড়শিকে সাহায্য করব।

৫। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর প্রতি দয়া দেখাও, এটি কার কথা? মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি কী দেখাবে?
উত্তর: হযরত মুহাম্মদ (সা.) এর কথা। মানুষ আল্লাহর সকল সৃষ্টির প্রতি দয়া দেখাবে। 

৬। খলিফা শব্দের অর্থ কী? মানুষ কার সৃষ্টি কেমন মাখলুক্বাত?
উত্তর: প্রতিনিধি। মানুষ আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুক্বাত।

৭।  আমরা বেকার লোকদের কীসের ব্যবস্থা করে দেব?
উত্তর: কাজের ব্যবস্থা করব।

৮।  ইসলাম নৈতিকতার শিক্ষা কী? কোন যুগে মানুষ বেচা কেনা হতো?
উত্তর: ইসলাম নৈতিকতার শিক্ষা হলো- মানুষের সেবা শুশ্রুষা করা, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সহায়তা করা। ইসলামপূর্ব যুগে মানুষ বেচা কেনা হতো।

৯।  ক্ষমা কোন ধরণের গুণ? ক্ষমা কার বিশেষ গুণ?
উত্তর: ক্ষমা মহৎ গুণ। ক্ষমা মহান আল্লাহ তায়ালার বিশেষ গুণ।

১০।  দেশপ্রেম সম্পর্কে জ্ঞানীরা কী বলেছেন?
উত্তর: দেশপ্রেম ইমানের অঙ্গ

১১।  অযথা কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। এটা কার শিক্ষা?
উত্তর: মহানবি (সা.) এর শিক্ষা।

১২।  ডাকাত দলের কাছে সত্য কথা বলেছিলেন কে? তাঁর মাঝে কীসের পরিচয় পেয়ে ডাকাত দল সৎপথ ধরল?
উত্তর: আব্দুল কাদির জিলানী (.) তাঁর মাঝে সত্যবাদিতার পরিচয় পেয়ে ডাকাত দল সৎ পথ ধরল

১৩। মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাকে কী করেন?
উত্তর: আল্লাহ তাকে ক্ষমা করেন।

১৪। ভালো কাজে একে অপরকে কী করতে হবে?
উত্তর: সাহায্য সহযোগিতা করতে হবে।

১৫। মহানবি (সা.) সৃষ্টির সেবা ক্ষুধার্তদের সম্পর্কে কী বলেছেন?
উত্তর: মহানবি (সা.) বলেছেন- পৃথিবীতে যা কিছু আছে তাদের প্রতি দয়া দেখাও। আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ ব্যক্তির সেবা কর এবং বন্দিদের মুক্তি দাও।

১৬। ডাকাতরা আব্দুল কাদির জিলানী (.) কে প্রশ্ন করলে উত্তরে তিনি কী বলেছিলেন? তাঁর মা কতটি সোনার মুদ্রা সেলাই করে দিয়েছিলেন?
উত্তর: চল্লিশটি সোনার মুদ্রা আছে ৪০টি সোনার মুদ্রা সেলাই করে দিয়েছিলেন।

১৭। মানুষের অধিকারকে কী বলা হয়? কার সেবা করলে আল্লাহকেই সেবা করা হয়?
উত্তর: মানবাধিকার। মানুষের সেবা করলে আল্লাহকেই সেবা করা হয়।

১৮। প্রাকৃতিক পরিবেশ কোনটি? কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়?
উত্তর: গাছপালা। অগ্নিকা- প্রাকৃতিক দুর্যোগ নয়।

১৯। সৃষ্টির সেবা বলতে কী বোঝ? মহান আল্লাহ কার প্রতি দয়া দেখান না?
উত্তর: পশু পাখি, জীবজন্তু, কীট-পতঙ্গ ইত্যাদি এগুলোর প্রতি দয়া সহানুভূতি প্রদর্শন করাকে সৃষ্টির সেবা বলে। মহান আল্লাহ তার প্রতি দয়া দেখান না যে সৃষ্টির প্রতি দয়া দেখায় না।

২০। মহানবি (সা.) কোথায় হিজরত করেছিলেন? মহানবি (সা.) মক্কাবাসীদের কীসের আহ্বান জানিয়েছিলেন?
উত্তর: মদিনায়। সত্য ন্যায়ের পথে চলার আহবান জানিয়েছিলেন।

বাড়ীর কাজ
উপরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে অনুশীলন করা

কাঠামোবদ্ধ প্রশ্ন
দেশপ্রেম অর্থ কী? দেশপ্রেম সম্পর্কে জ্ঞানীরা কী বলেছেন? হিজরতের সময় মহানবি (সা.) অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকিয়ে কাতরকণ্ঠে কী বলেছিলেন? ++=

প্রশ্নের উত্তর

দেশপ্রেম এর শাব্দিক অর্থ:
এখানে দুটি শব্দ, একটি দেশ আর অপরটি প্রেম। দেশ এর আরবি হলো- ওয়াত্বন, আর প্রেম বা ভালোবাসা এর আরবি হলো- হুব্বুন
দেশপ্রেম এর শাব্দিক অর্থ: হুব্বুল ওয়াত্বন বা দেশপ্রেম অর্থ-
১। দেশকে ভালোবাসা;
২।  স্বদেশকে ভালোবাসা
৩। জন্মভূমিকে ভালোবাসা।
ধন্যবাদ
দেশপ্রেম এর পারিভাষিক অর্থ:
নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম।

দেশপ্রেম সম্পর্কে জ্ঞানীরা যা বলেছেন:
দেশপ্রেম সম্পর্কে জ্ঞানীরা বলেছেন:  حب الوطن من الإيمان  দেশপ্রেম ঈমানের অঙ্গ।

হিজরতের সময় মহানবি (সা.) অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকিয়ে কাতরকণ্ঠে যা বলেছিলেন:
মক্কা ছেড়ে যাওয়ার সময় অশ্রুভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে বলছিলেন:

হে মক্কানগরী! তুমি কতো সুন্দর!
তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি।
তুমি আমার কাছে কতই না প্রিয়!
হায়! আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত,
এদেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত
আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।
আমরা বুঝতে পারলাম যে,
১। স্বদেশের প্রতি মহানবি সা. এর ছিল গভীর ভালোবাসা।
২। স্বদেশের প্রতি তাঁর ছিল কী মধুর টান!
৩। জন্মভূমির প্রতি তাঁর ছিল কী অটুট দেশপ্রেম

গ্রন্থনা ও উপস্থাপনায়:

শিক্ষক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজসিলেট।
মোবাইল: 01712374650
ইমেইল: zubairjcpsc@gmail.com
facebook: Imdadul Haque Zubair
Facebook Page ইমদাদুল হক যুবায়ের



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here