Tuesday, May 19, 2020

নিজের জন্যে ঘর বাড়ি বানানোর ইচ্ছে আমার নেই


।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।  

আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, এটা সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ রাস্তার ধারে ধারণ বাজারের পাশে বড় সৈয়দের গাঁও গ্রামে আমার পৈত্রিক বসত ঘরের স্থান। ১৯৯৩ সালে আমার পিতা মুহাম্মদ আব্দুল খালিক চৌধুরী (রহ) যখন ইন্তেকাল করেন, তখন এ স্থানে টিনসেড ঘর ছিল। আমার বোনদের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় এবং আমরা দুভাই চাকরি ও অন্যান্য প্রয়োজনে গ্রামের বাড়িতে প্রায় দুই যুগ ধরে না থাকায় বাবার রেখে যাওয়া ঘরখানা নষ্ট হয়ে যায়। এখন শুধু কয়েকটি পাকা পিলার দাঁড়িয়ে আছে, যা পুরাতন স্মৃতির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
এ খালি ভিটায় কেন ঘর বানাচ্ছিনা এ প্রশ্নে অনেকেই আমার সমালোচনা করে থাকেন। কিন্তু ঘর না বানানোর পেছনে নানাবিধ যৌক্তিক কারণ থাকলেও সবচেয়ে বড় যে কারণটি মনের মধ্যে সর্বদা ঢেউয়ের আকারে ধাক্কা দেয়, সেটি হলো আমার বড় নানা (অর্থাৎ আমার নানীর নানা) মরমি কবি দেওয়ান হাছন রাজা চৌধুরীর গানের মাধ্যমে রেখে যাওয়া আধ্যাত্মিক চিন্তাধারা। তিনি গেয়েছিলেন---

লোকে বলে, লোকে বলেরে,
ঘর বাড়ি ভালা নয় আমার।
কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার।।
ভালা করি ঘর বানাইয়া কয় দিন থাকব আর।
আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।।
এই ভাবিয়া হাছন রাজায় ঘর দুয়ার না বান্দে।
কোথায় নিয়া রাখবা আল্লায়, এর লাগিয়া কান্দে।।
হাছন রাজায় বুঝতো যদি বাঁচবো কত দিন।
দালান কোঠা বানাইত করিয়া রঙ্গীন।।

আমার বড় নানার গানের এ কথাগুলো নিয়ে যখন ভাবি, তখন মনের মধ্যে আসে যে, দুনিয়ার ঘর আসল ঘর নয়, পরকালের ঘরই আসল, উত্তম ও চিরস্থায়ী। ধর্মের শিক্ষা অনুযায়ী ঘর বাড়ি হারা মানুষের ঘর বাড়ির ব্যবস্থা করতে পারলে পরকালে নিজের জন্য ঘরের ব্যবস্থা আল্লাহ করে দিবেন বলে আশা করা যায়। সুতরাং যদি এমন কোনো কাজ করতে পারতাম, যে কাজের বদৌলতে দুনিয়ার প্রতিটি ঘর-বাড়ি বঞ্চিত মানুষের মাথা-গোঁজার ব্যবস্থা হতো! আর আমার কানে যদি এমন খবর আসতো যে, দুনিয়ার কোনো মানুষ আর গৃহহীন নাই, তখন হয়তো আমার পৈত্রিক ভূমিতে ঘর বানানোর চিন্তা করতাম!

আমার এ চিন্তা-কল্পনা অনেকের হাস্যরসের কারণ হতে পারে জানি। তথাপি হায়াত-মওতের কথা চিন্তা করে আমার মনের গভীরে লুক্কায়িত দীর্ঘদিনের অকৃত্রিম অনুভূতির কথা প্রকাশ না করে পারলাম না।

যদিও আমি একেবারে ক্ষুদ্র ও নগণ্য। কিন্তু আমার আল্লাহ অত্যন্ত মহান, বিরাট, বিশাল ও সীমাহীন প্রশস্ততার অধিকারী। তাঁর কাছে অসম্ভব বলতে কিছুই নেই। কাজেই তাঁর কাছে ছোট করে চাওয়ার চেয়ে বড় করে চাওয়াই অধিকতর যুক্তিযুক্ত। সুতরাং মহাশক্তিশালী আল্লাহ পাকের দরবারে ভিক্ষার ঝুলি নিয়ে তাকিয়ে আছি!


(এ লেখাটি আমার লেখা শান্তির ডাক বইতে "আমার পৈতৃক বসত ভিটা ও দেওয়ান হাছন রাজার চিন্তাধারা  শিরোনামে" রয়েছে।)

২০/১১/২০১৬ তারিখের উক্ত লেখাটিতে যে দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে, সে দৃষ্টিভঙ্গি আমার এখনো রয়েছে। তবে এ দৃষ্টিভঙ্গি আমার একান্ত নিজস্ব। এ চিন্তার সাথে একমত হওয়া অন্য কারো জন্যে জরুরী নয়। আবার আমার নিজের চিন্তাধারা অন্য কারো উপর চাপিয়ে দিতেও আমি চাইনা। এমনকি আমার স্ত্রী সন্তানাদির উপরও না। কেনোনা, এ দৃষ্টিভঙ্গি পোষণ করতে আল্লাহ আমাকে বাধ্য করেন নি। কাজেই আমিও কাউকে বাধ্য করতে পারি না, বরং স্ত্রী ও সন্তানের হক আদায় করতে আল্লাহ তাকিদ করেছেন। আর তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া তাদের হক বা অধিকারের অন্তর্ভুক্ত। সেজন্য সম্ভব হলে তাদের জন্য কিছু একটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমার নিজের জন্য বাড়ি করার কোনো ইচ্ছা আমার নেই প্রবন্ধে উল্লেখিত শর্তপূরণ ছাড়া।
হে আল্লাহ, দুনিয়ার প্রতিটি গৃহহীন মানুষকে গৃহের মালিক বানানোর জন্য আমাকে কাজ করার তাওফিক দাও। প্রতিটি অভাবগ্রস্থ মানুষের অভাব দূর করতে এবং প্রতিটি অসুবিধা গ্রস্থ মানুষের অসুবিধা দূর করতে কাজ করার তাওফিক আমাকে দাও! আমিন!!

লেখকঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,  
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল: 
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber 
শুভেচ্ছা টিভি - Shuveccha TV 
Facebook: 
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী  


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here