Tuesday, May 19, 2020

ছড়া কবিতা-সাদাক্বাতুল ফিতর


  
।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

সিয়াম কিয়াম করে মুমিন
রামাদ্বানের ঐ মাসে
ইবাদতের এমন সুযোগ
বছর ঘুরে আসে।

রোজার দিনে মুমিন যাহা
ছোট্ট ভুল করে
এমন ভুলের কাফফারাতে
ফিতরা আদায় করে।

গরীব দুঃখী ধনীর সাথে
ঈদে খাদ্য খাবে
খাদ্য জব খেজুর পনির
কিসমিস আটা পাবে।

ঈদের দিনের পূর্বে যেন
ফিতরা আদায় করি
আটা ছাড়া অন্য সবে
তিন কেজি আর তিনশো গ্রাম ধরি

আটা ময়দা পুনে দুই
কেজি ধরে মাপি
সঠিক নিয়মে মেপে দিলে
থাকবোনা আর পাপী।

ঈদের আমেজ গরীবদেরও
খাদ্য খেয়ে হোক
সঠিক নিয়মে ফিতরা দিলে
থাকবেনা তার দুঃখ।

ধনী হলে পরিবারের সবাই
দিতে হবে
ফিতরা ফরজ এমন বিধান
মানতে হবে সবে।

টাকার চেয়ে খাদ্য দেওয়া
সুন্নত বলেন নবী
বিধানগুলো লেখে দিলাম
নয়তো আমি কবি।

[বুখারী ১৫০৩-১৫১২নং হাদীসের সার সংক্ষেপ]

ইমামঃ
আল বির মাসজিদ, ইয়ারমুক
সৌদি আরব, তাবুক


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here