Friday, May 22, 2020

ছড়া কবিতা-তোমার চলে যাওয়া আমার ও আমাদের জন্য বেদনার


 
 ।। সালেহ নজীব আল আইয়ুবী।। 

রামাদ্বান, তুমি কেমনে চলে যাবে?
দীর্ঘ একটা মাস তুমি ছিলে ভালোবাসার পিঞ্জর।
তুমি ছিলে ভালোবাসা, কারণ তোমার মাঝে ছিল রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মহা গ্যারান্টি।

রামাদ্বান, তুমি কেমনে চলে যাবে?
তোমার কি মনে পড়ে না, সারাটি দিন উপোস থাকতাম সেই তোমাকে নিয়ে, পিপাসায় কাতর হতাম সেই তোমাকে নিয়ে।

রামাদ্বান, তুমি কেমনে চলে যাবে?
তুমি এসেছিলে বলে সূর্যাস্তের সাথে যখন মাগরিবের আযান হত, প্রথমে একটা খেজুর, পরে এক গ্লাস ঠান্ডা পানি কিংবা জুস, এর পরে রকমারি খাবার, সেই তোমাকে উপলক্ষ করে।

রামাদ্বান, তুমি কেমনে চলে যাবে?
তোমার কি মনে পড়ে না! সেই গভীর রাতের কথা, যখন অমুসলিমরা ঘুমের ঘোরে বিছানায় তখন তোমার আয়োজনে সেই গভীর রাতে সেহরি জিয়াফতে তোমার আহ্বানে প্লেইট সামনে নিয়ে খাবার খেতে হতো।

রামাদ্বান, তুমি কেমনে চলে যাবে?
প্রতি বছর আমি রাংজিওল জামেয়ার ঐ এতিমদের ষাট হাত লম্বা ঘরে তোমাকে নিয়ে আয়োজন করতাম কত আয়োজন, কিন্তু এবার সবাইকে ছেড়ে করোনা প্রাদুর্ভাবে শুধু তুমি ছিলে আমার বন্ধু, তুমি বন্ধু হওয়ার সুবাদে আমার মুনিব তোমার বিনিময়ে আমাকে প্রতিদান দিবেন, কিন্তু কি সেই প্রতিদান তা জানা নেই এ পৃথিবীর কারো, তোমাকে ভালোবাসা আমার খুব প্রয়োজন, কারণ তোমার ভালোবাসায় আরশের মালিকের কাছ থেকে অজানা অগনিত প্রতিদান পাওয়া যায় ।

রামাদ্বান, তুমি কেমনে চলে যাবে ?
আমিতো তোমাকে নিয়ে রাত জাগতাম, তারাবীহ, তাহাজ্জুদ আর আমার মালিকের সাথে কথা বলতাম। তোমার আগমনে হৃদয়ের পুষ্প বাগানে ঈমানী গোলাপ সুবাস ছড়াত, কিন্তু তোমার চলে যাওয়াতে সে বাগানে আজ হাহাকার।

হে রামাদ্বান,
আমি তোমাকে ছাড়ছিনা, তোমার সাথে বছর জুড়ে আমি থাকতে শাওয়ালের ছয়টি দিন তোমার জন্য সেই সাওম পালন করবো, যাতে আমার প্রিয়তম রাসুলের বাণী অনুসরণে আগামী বছর আবার তুমি আসার আগ পর্যন্ত তোমার সাথেই থাকতে পারি।

রামাদ্বান তুমি সাধনা, রামাদ্বান তুমি প্রেরণা,
তুমি এসো ফিরে বার বার ।
কবি বলেন:

             بكتِ القلوبُ على وداعك حرقةً
                         كيف العيونُ إذا رحلتَ ستفعلُُ
             فعساكَ ربي قد قبلت صيامنا
                               وعساكَ كُلَّ قيامنا تتقبل ُ



লেখক:
প্রতিষ্ঠাতা ও মুহতামিম
রাংজিউল জামেয়া নজিবীয়া ইসলামীয়া মাদ্রাসা,
গোলাপগঞ্জ, সিলেট।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here