হে রমজান
তুমি এসেছিলে, পুরো মাস আমার সাথে রয়ে গেলে
তোমার জন্য অপেক্ষা ছিল একটি বছর
তোমার চাঁদের দিকে সেই রজব থেকে সামান্য দোয়া ছিল
প্রস্তুতি ছিল যৎ সামান্য
তোমাকে বরণ করে নেওয়ার মত সাধ ও আহলাদ কিইবা ছিল
আমার
তারপরও তুমি রহমত বরকত ক্ষমা নাজাতের ফল্গুধারা
নিয়ে হাজির হতে সামান্য কার্পন্য করনি
তোমার মন, দয়ার হাত কত
উদার, শুধু দিয়েই তুমি তৃপ্ত
আমি তোমার আগমনে অপেক্ষায় ছিলাম
তোমাকে বরণও করে নিয়েছি, কিন্তু
হে রমজান
সত্যিই তুমি কাল বিদায় নিবে
আমার ধ্যানে খেয়ালে তুমি ছিলে পুরো মাস জুড়ে
তোমাকে নিয়ে সারা দিন প্রভুর নির্দেশে উপোস থেকেছি
রাতের নামাজে তুমি ছিলে আমার আপন
আমার চিন্তা ফিকিরে সামান্য হলেও তোমাতে নিবদ্ধ
ছিল সারাদিন
কখনো খেই হারিয়ে ফেলেছি, তোমাকে আপ্যায়নে আমার অনেক ত্রুটি ছিল
তোমাকে পেয়েও আমি তোমার কদর করতে পারি নি।
হে রমজান
তোমার জান্নাতি সুবাসে সারা জাহান মাতুয়ারা করে
দিয়েছিলে
খুশির বাঁকা চাঁদ তোমার আগমনে সংবাদ দানে হেসে উঠেছিল
জাহান্নামের বাসিন্দারা খানিক জামিনের জন্য খুশিতে
আত্মহারা হয়েছিল
আকাশের ফেরেস্তারা তোমাকে দেখে বলেছিল আহলান সাহলান
রহমতের প্রত্যেকটি দরজা খুলে গিয়েছিল, চারিদিকে রহমতের ফুয়ারা প্রবাহিত হয়েছিল
মধুর গুঞ্জরনে কী নিবিড় এক আনন্দ বয়ে গিয়েছিল, বলে শেষ করার সাধ্য নেই।
হে রমজান
আমার নাসারন্ধ ঠিকভাবে খোলা ছিল না, সর্দিতে অনেকটাই বন্ধ ছিল
তোমার সুঘ্রাণ আমার দেমাগে পৌছাতে আমি ব্যর্থ হয়েছি
রহমতে কুড়িয়ে ঝুড়ি ভরার চেষ্টা থাকলেও. ঝুড়ির তলার
ছিদ্রের খেয়াল ছিল না
প্রতি রাতে মাওলা আমাকে কত আপন করে মধুর কন্ঠে আহবান
করেছে
এসো আমার কাছে, মাফ চাও, আমি কি মাফ
না করে থাকতে পারি?
এসো আমার কাছে জাচ্ঞা করো, আমি কি তোমাকে ফেরাতে পারি?
তুমি যত চাও আমি ততই খুশি
কিন্তু আমার অন্তর ধ্যান. জ্ঞান, চক্ষু নেই, আমি কিছুই শোনতে
পাই নি
এই মনে ধারণা ছিল পুরো রমজান রহমতে ভরপুর
পুরো মাস ক্ষমার ঘোষনা ছিল ঠিকই, আমি বেখেয়াল ছিলাম
মনে এই ধারণা ছিল, উপোস থাকলেই আমার দায়িত্ব শেষ।
হে রমজান
তোমার রহম বাগানে বসন্তের কত ফুল ফুটেছিল
মৌমাছি নেচে নেচে অনেক গুঞ্জরন তুলেছে, মধু সংগ্রহ করেছে
মধুতে মধুতে মৌচাক ভরে ফেলেছে
কিন্তু আমার দু চোখ তা দেখতেই পায় নি
রহম বৃষ্টির অঝর ধারায় বর্ষিত হয়েছে কলস ভরতে পারি
নি।
হে রমজান
আর একটি দিন তোমাকে আমি পাব
আমার প্রতি রাগ করো না, আমার প্রতি সদয় হও
প্রভুর কাছে আমার পক্ষে কিছু বল
আমার বিপক্ষে তুমি ফরিয়াদী হয়ো না হে রমজান।
হে রমজান
তোমার মায়ভরা কোমল পরশ, জান্নাতি খুসবো
ফুলেল আয়েশ, প্রভুর নিবিড়
আরাধনা
চুপি চুপি মাওলার সাথে কথা বলা
সব সুযোগই আমার ছিল। শেষ বেলায় শুধু আফসোস।
হে রমজান
কোরআনের মধুর আওয়াজে চারিদিক মুখোরিত ছিল
প্রভুর নামের তাসবিহ যপনায় ছিল
কল্পনায় প্রভুর ভালবাসা উপস্থিত ছিল না
তোম াকে পেয়েও কিছুই আহরণ করতে পারি নি।
হে রমজান
তুমি আবারো বছর ঘুরে আসবে
আশা করি আবারো দেখা হবে তোমার সাথে
তুমি দোয়া করো তোমাকে সুন্দর ভাবে গ্রহন করার প্রস্তুতি
যেন আমি নিতে পারি।
হে রমজান
পুরো মাস
জুড়ে জিয়াফত ছিল সবার ঘরে
ইফতারের পূর্বে শুধু মাওলার জন্যই ক্ষুধা নিয়ে খাবার নিয়ে বসেছিলাম
ছিলাম প্রভুর ঘোষনার অপেক্ষায়
সাহরী সেও খেয়েছি, নিবিড় ঘুম থেকে কষ্ট করে জেগে
হে রমজান, তুমি অন্তত
এর সাক্ষী হতে পারো
আর বাকিগুলো ভুলে যাও রমজান
আমার কাছে কোন কৈফিয়ত তলব করো না
আবার দেখা হলে হৃদয়ের গহীন থেকে যেনো বলতে পারি
আহলান সাহলান।
কবি ও
প্রাবন্ধিক
সিনিয়র
অফিসার ও জিবি ইনচার্জ
ইসলামী
ব্যাংক বাংলাদেশ লিঃ
0 coment rios:
You can comment here