।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।
পর্বঃ ১
আকর্ষণীয় দিক
কোভিড 19 এর
দ্বারা আক্রান্ত লকডাউন বিশ্বে ২০২০ খৃস্টাব্দের এপ্রিল-মে মাসে পালিত রামাদানের সিয়াম
সাধনার অনেকগুলো দিকের মধ্যে কতিপয় আকর্ষণীয় দিক নিম্নরূপঃ
২। অফিস-ব্যবসা-পেশাগত দায়িত্ব বন্ধ/কম থাকায় সময় ছিল সকলের হাতে
প্রচুর।
৩। সামাজিক যোগাযোগ কম থাকায় সকলেরই ব্যস্ততা ছিল কম।
৪। আবহাওয়া
ছিল অনেকটা অনুকূল।
৫। বিশ্বব্যাপী
বিপদের কারণে পারস্পরিক সহানুভূতি ছিল অন্য যে কোনো সময়ের তুলনায় অধিক।
৬। ছেলের শ্বশুরবাড়ির পক্ষ থেকে আনুষ্ঠানিক ইফতারি দেয়ার অসুস্থ
প্রতিযোগিতায় ছিল ভাটা।
৭। করোনা জনিত কারণে ব্যক্তিগঠন ও পরিবার গঠনে মনোযোগ ছিল অনেকেরই।
৭। করোনা জনিত কারণে ব্যক্তিগঠন ও পরিবার গঠনে মনোযোগ ছিল অনেকেরই।
৮। করোনা শিক্ষা
দিয়েছে পার্থিব সম্পদ ও সন্তান-সন্ততি অর্জনের মধ্যে আসল সফলতা নয়, আসল সফলতা হলো
পরকালের জন্য কিছু করতে পারার মধ্যে।
৯। মসজিদ ভিত্তিক
সামষ্টিক তারাবিহ/কিয়ামুল লাইল/তাহাজ্জুদের প্রথাগত পদ্ধতির চেয়ে ঘরে ঘরে এর ব্যবস্থাপনা
ছিল চোখে পড়ার মতো।
১০। ঘরে ঘরে
গড়ে উঠেছিল মসজিদ ও ইমাম।
১১। কুরআন হাদিস
ও ইসলামী বই পড়ার চর্চা ছিল একটু বেশি।
১২। অনেকেই
পবিত্র কুরআন পাঠের পাশাপাশি অর্থ বোঝে পড়ার চেষ্টা করেছেন, কেউবা পুরো
কুরআন অর্থসহ পড়া শেষ করেছেন।
(চলবে)
লেখকঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল:
mashhudchowdhury@gmail.com
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber
শুভেচ্ছা টিভি - Shuveccha TV
শুভেচ্ছা টিভি - Shuveccha TV
Facebook:
Hafiz Md Mashhud Chowdhury
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
0 coment rios:
You can comment here