আসুন পরস্পর
আরবী শিখি
আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ্।
আলহামদুলিল্লাহ্, আমরা আনন্দের সাথে জানাচ্ছি
যে, এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স
এর অনলাইন ক্লাশ ৭জুন'২০ রবিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
আমরা আপনাদের
অবগতির জন্য জানাচ্ছি, আগামী ১লা জুন'২০ রোজ সোমবার বাংলাদেশ সময়
বিকাল ৪ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠান হবে। যারা এ কোর্সে আবেদন করেছেন তাদের প্রত্যেকের
জন্য অত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করা আবশ্যক। পাশাপাশি এটাও জানাতে চাই যে, উদ্বোধনী অনুষ্ঠান সবার জন্য
উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের
পরে প্রত্যেককে কোর্স এর কিতাব, রুটিন, পরীক্ষা পদ্ধতি, গ্রেডিং সিস্টেম, ক্রেডিট সিস্টেম বিস্তারিত মেইলে/ওয়াটসএ্যাপে পাঠিয়ে দেয়া হবে।
ইন শা আল্লাহ।
উল্লেখ্য যে,
যারা এখনো আবেদন করেন নি, দ্রুত আবেদন করে নিন আসন পূর্ণ
হওয়ার পূর্বেই। যারা আবেদন করেছেন তাদের কাছে পরবর্তী নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
মেইল/ওয়াটসএ্যাপ দেখুন।
মা'আসসালাম
খিদমাতুল উম্মাহ
ফাউন্ডেশন।
আরবীভাষাকোর্স
কোর্স শেষেঃ
(মোট 240 ঘন্টা পর)
-আরবী ভাষায় কথা বলতে পারবে
-আরবী ভাষা শুনে বুঝতে পারবে
-আরবী ভাষায় শুদ্ধভাবে পড়তে পারবে
-আরবীতে লিখতে পারবে।
কোর্সটির বৈশিষ্ট্য:
-ইসলামি বিশ্ববিদ্যালয় মদীনা -এর ভাষা কোর্সের সিলেবাস
অনুযায়ী পাঠদান
-ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুবিধা
-নিজের চয়েসমত ব্যাচ বেছে নেয়ার সুযোগ
-কোর্স শেষে খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশন কর্তৃক সার্টিফিকেট
প্রদান।
ক্লাসের পদ্ধতি:
-মোট ৮৮ টি লেসন।
-মোট লেভেল ৪ টি (বিগেনার, এ্যালিমেন্টারী, ইন্টারমিডিয়েট, এ্যাডভান্সড)
-প্রতি লেভেলে ৬০ ঘন্টার পাঠ ও পরীক্ষা।
-প্রতি লেভেলে দুটি পরীক্ষা হবে।
-ক্লাস হবে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে।
ক্লাশ শুরুঃ
জুন ২০২০ এর প্রথম সপ্তাহে
ক্লাশের ব্যাপ্তিকালঃ
২ঘন্টা
ক্লাশঃ সপ্তাহে
৩টি
শনি, সোম, বুধ
রবি, মঙ্গল, বৃহস্পতি
শুক্র, শনি (উইকেন্ড ব্যাচ)
আসন সংখ্যাঃ
সীমিত
কোর্সের প্রশিক্ষক
হিসেবে থাকবেন:
মাহফুজ আল মাদানী
ডিপ্লোমা ইন
এ্যারাবিক, ইসলামি বিশ্ববিদ্যালয় মদীনা
বি এ (অনার্স), ইসলামি বিশ্ববিদ্যালয় মদীনা
এম এ, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্ঠিয়া
শিক্ষার্থী, আয়দীন বিশ্ববিদ্যালয় (সেকেন্ড
মার্স্টার্স)।
আরবি ভাষা শিখতে
আগ্রহীগণ গুগল ফরমটি পূরণ করে সাবমিট করার জন্য অনুরোধ করছি:
https://forms.gle/J96EoYhGWLu1vC5Z9
সরাসরি ও ভর্তি সংক্রান্ত হেল্প পেতে
হোয়াটসআপঃ
+905380713792
ইমো
+966569026056
মেইলঃ mahfujnb@gmail.com
0 coment rios:
You can comment here