Monday, May 11, 2020

ইমাম মাহদীর আগমন ও আমাদের করণীয় ১ম পর্বঃ-----

 
।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।

ইমাম মানে নেতা, leader, অগ্রজ, যিনি সামনে থাকেন বা নেতৃত্ব দেন। মাহদী (মূলত মাহদিয়ুন) শব্দটি হেদায়াত (অর্থ পথ নির্দেশনা) শব্দমূল থেকে (ইসমে যরফ বা) স্থানবাচক বিশেষ্য। যার অর্থ পথ নির্দেশ পাবার জায়গা। যেমন সাজদা শব্দ থেকে ইসমে যরফ মাসজিদ (মূলে মাসজিদুন)। যার অর্থ সিজদার স্থান।

তাহলে মাহদী দ্বারা বোঝা যায়, মানুষের জাগতিক ও ধর্মীয় তথা মানুষের জীবনের সার্বিক সমস্যার সমাধান পাওয়া যায় যে স্থানে, সে স্থানটিই হলো মাহদী। অর্থাৎ সমস্যা সমাধানের স্থান।

শব্দটির সাথে ইমাম শব্দটি যুক্ত হওয়ায় অর্থ দাঁড়ালোযে ব্যক্তি (আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে) মানুষের ধর্মীয় ও পার্থিব সকল সমস্যার সমাধানে সক্ষম, তিনি হলেন ইমাম মাহদী। অন্য কথায় যিনি মানুষের যাবতীয় সমস্যার সমাধানের জন্য নেতৃত্ব দিতে সক্ষম, তিনিই ইমাম মাহদী। তিনি ধর্মীয় ও বৈষয়িক বিদ্যায় অভিজ্ঞ হবেন। যুগপতভাবে মানুষের জাগতিক ও ধর্মীয় বিষয়ে দক্ষতার সাথে নেতৃত্ব দিতে সক্ষম হবেন ইমাম মাহদী।

ইমাম মাহদী ধর্ম-বর্ণ, দল-মত ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে সকলের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবেন। তিনি অতি সাধারণ অবস্থান থেকে আল্লাহ প্রদত্ত শক্তিতে বলিয়ান হয়ে পর্যায়ক্রমে স্থানীয় জাতীয় ও বিশ্ব নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হবেন। স্বীয় চরিত্র, নম্র ব্যবহার, বন্ধুসুলভ কিন্তু দক্ষ প্রশাসক হিসেবে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হবেন।

প্রথমে অনেকে বুঝতে না পেরে বিরোধিতা করবে, কিন্তু আস্তে আস্তে মানুষের ভুল দূর হতে থাকবে এবং তাঁর অনুগত ও সহযোগী হতে থাকবে এবং সত্য বোঝতে দেরি করার কারণে আফসোস করতে থাকবে।

বৃক্ষের ছায়ায় যেভাবে সকল শ্রেণীর মানুষ প্রয়োজনে আশ্রয় নেয়, তেমনি তাঁর কাছে সকল শ্রেণীর মানুষ পথের দিশা পাওয়ার জন্য এবং জীবন সমস্যার সমাধানের জন্য পঙ্গপালের ন্যায় ছুটে আসতে থাকবে। তিনি কোনো ব্যাপারে পক্ষপাতিত্ব করবেন না। তিনি শৃঙ্খলার সাথে পুরো পৃথিবীতে শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। অশান্তি দূরীভূত হবে। তিনি ভোগবাদী হবেন না বরং বিলিয়ে দেয়াকে পছন্দ করবেন। তিনি প্রতিশোধ পরায়ণ হবেন না বরং ক্ষমা করার নীতি গ্রহণ করবেন। তাঁর উদারতা ও সৃজনশীলতার কাছে সকল হিংসা-বিদ্বেষ ও শত্রুতার পরাজয় ঘটবে এবং বিরোধীরা লজ্জিত হবে।

তিনি কাউকে ছাড় দিবেন না, কিন্তু তাঁর পাকড়াও হবে সংশোধন করার নিমিত্তে শিক্ষকসুলভ বা পিতৃসুলভ। প্রত্যেক ধর্মের ভবিষ্যৎ বাণী সমূহের নির্যাস থেকে উপরোক্ত কথাগুলো লিখলাম। আধ্যাত্মিকতায় অগ্রসর অন্তর্দৃষ্টি সম্পন্ন সকল ধর্মগুরুগণেরই এ কথাগুলোতে একমত হওয়ার কথা। অবশ্য বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলো যেহেতু একই ভাষার নয়বরং বিভিন্ন ভাষার, সেহেতু ইমাম মাহদীকেও বিভিন্ন ধর্ম বিভিন্ন শব্দে প্রকাশ করেছে।

(চলবে)


লেখকঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,  
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল: 
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber 
শুভেচ্ছা টিভি -
 Shuveccha TV 
Facebook: 
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী  



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here