Saturday, May 9, 2020

আলিম-পন্ডিত ও ধর্মগুরুদের নিয়ে আমার ভাবনা...... তৃতীয় পর্ব


 
।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।। 

ধর্ম থেকে বিজ্ঞানকে আলাদা করে দেয়ার পর থেকেই সমাজের অধঃপতন শুরু হয়েছে।

ধর্ম থেকে বিজ্ঞানকে আলাদা করার কারণে বিজ্ঞানবিহীন ধর্ম ও ধার্মিকতার ব্যাপারে মানুষ অনেকটা উদাসীন ও নির্লিপ্ত। আবার ধর্মবিহীন বা নীতি-নৈতিকতা বিবর্জিত বিজ্ঞানের প্রতিও মানুষেরা আজ অসন্তুষ্ট ও হতাশ।

এহেন পরিস্থিতিতে ধর্ম বিশেষজ্ঞ ধর্মগুরু ও ধার্মিকদের আমি নিম্নোক্ত পন্থায় সহযোগিতা করতে চাই------

১. সকল ধর্মগ্রন্থে স্বীকৃত বিষয়াবলীর তালিকা করে সেসব বিষয়কে কেন্দ্র করে মতৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করা।

২. ধর্মীয় বিষয়াবলী পড়ার পাশাপাশি ভাষা সমাজ ও বিজ্ঞান বিষয়ক জ্ঞান অর্জনে তাদেরকে উদ্বুদ্ধ করা।

৩. বিজ্ঞান ও আধুনিক শিক্ষায় শিক্ষিতদেরকে ধর্মগ্রন্থের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।

৪. ধর্ম নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করা।

৫. পারস্পরিক মানবিকতা সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে দল-মত জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বিশ্ব ঐক্য গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ধ করা।

৬. বিশ্বের সার্বিক উন্নয়নে ধার্মিকদের সততা নিষ্ঠা আন্তরিকতা ও উদারতাকে কাজে লাগানোর চেষ্টা করা।
সিলেট বিভাগের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ধর্ম
গুরুদের সাথে লেখক
 বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মগুরুদের উন্নয়নে কিছু করণীয়ঃ------

১. সরকারের সমাজসেবা ও সার্বিক উন্নয়ন কার্যক্রমে গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা জেলা বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ের সকল স্তরে ধর্মগুরুদেরকে সম্পৃক্ত করা। এতে তাদের সামাজিক কর্মদক্ষতা বাড়বে এবং সরকারের সকল কাজে নীতি নৈতিকতার প্রভাব পড়বে। ফলে সকল কাজেই আল্লাহর সাহায্য আসবে এবং ফুলে ফলে সুশোভিত হবে সকল ক্ষেত্র।

২. ইমাম-মুয়াজ্জিন, সেবায়েত-পুরোহিত ও ধর্মগুরুদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। যাতে তাঁদেরকে ধর্মীয় কাজের বিনিময় গ্রহণ করতে না হয়।
এ বিষয়ে বিশেষজ্ঞগণের পরামর্শ নেয়া হবে। আর আমারও নিজস্ব কিছু চিন্তা আছে, যা সম্মানজনক পন্থায় তাঁদেরকে স্বনির্ভরতার দিকে নিয়ে যাবে। বিস্তারিত যথাসময়ে বলার আশা রাখি।

আসুন সবাই বলি................

ধার্মিকেরা ভাই ভাই
এক স্রষ্টার সন্তোষ চাই।
সকল প্রকার সহায়তায়
মনের মাঝে তৃপ্তি পাই।
মনের আশা পূরণ করতে
আল্লাহ ছাড়া কেহ নাই।
(সমাপ্ত)

[উল্লেখ্য, পারস্পরিক দোষারোপ মুক্ত উন্নয়নকামী একটি সমাজ গঠনের লক্ষ্যে একটি জাতীয় দায়মুক্তি দিবস পালনের আহ্বান জানানোর অনুমতি চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে করা আবেদনের উত্তরের অপেক্ষায় আছি। (আমার লেখা 'শান্তির ডাক' 'প্রগতির ডাক' বই দু'টিতে দায়মুক্তির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত রয়েছে।) অনুমতিপ্রাপ্ত হয়ে উক্ত দিবসটি পালনের পর থেকেই উপরোক্ত আমার ভাবনা বিষয়ে উদ্যোগ নেয়ার আশা রাখি।]
 
লেখকঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,  
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল: 
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber 
শুভেচ্ছা টিভি - Shuveccha TV 
Facebook: 
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net: 
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী  



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here