ছড়া কবিতা-সূরাতুল কাফিরুনের কাব্যানুবাদ
।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।
আল্লাহ বলেন হে রাসূল
বাণী আমার বলি
সূরা কাফিরুন শিক্ষা নিলে
হতে পারো ওলী।
১.নবী আমার বলে দাও
কাফের কোল যা আছে
২.নোয়াইনাতো মাথা আমার
তোমরা নোয়াও যার কাছে।
৩.নয়তো তোরা আবিদ
এমন রবের দিকে
যার ইবাদত আমি করি
উম্মত আমার তাই শিখে
৪.নয় যে আবিদ আমি
তোমরা ইবাদত যার করো
চির কল্যাণ পেতে চাও?
আমার রবের পথ ধরো।
৫.আবিদ নয় তোরা
যেতায় আমি মশগুল
সবার মাবুদ একই আল্লাহ
নেই যে এতে কোনো ভুল।
৬.তোদের ধর্ম তোদের ফল
এমন হল সব
আমার দ্বীন আমার জন্য
আল্লাহ হলেন সবার রব।
লেখক:
ইমাম ও কবি
সৌদি আরব প্রবাসী।
0 coment rios:
You can comment here