Tuesday, June 16, 2020

লকডাউনেও সম্ভব


 
।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো কি হলো? বাচ্চাদের নিয়ে নিজের ঘরে বা বাড়িতে মিনি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন।শিক্ষা দানে যোগ্য নিজের প্রতিবেশী বা অন্য কেউ পড়াতে আগ্রহী হলে, তার সাথে হোম ক্লাসের জন্য পরামর্শ করুন। একমত হলে তাঁর সুবিধা ও আপনার আর্থিক দিক বিবেচনা করে সম্মানি ও সময় নির্ধারণ করুন। বাচ্চাদের পাঠ্যবইয়ের পাঠ গুলো সংক্ষেপ করে মিনি সিলেবাস তৈরী করুন।


মাসে সংক্ষিপ্ত আকারে একটি পরীক্ষার ব্যবস্থা করে,ফলাফল ঘোষনা ও পুরস্কারের ব্যবস্থা বা ঘরে ভালো বা ভিন্ন খাবারের আয়োজন করতে পারেন।স্বাস্থ্য বিধি মেনে সব কাজের সাথে বাচ্চাদের শিক্ষার ব্যপারটাও চিন্তায় রাখা দরকার।আমাদের মনে রাখতে হবে সব কাজের পদ্ধতি আমাদের চিন্তার ফসল।বাচ্চাদের শিক্ষাদান অব্যাহত রাখতে যারযার পরিবেশ ও পরিস্থিতির আলোকে এই পথ বা পদ্ধতি গ্রহণ করতে পারেন।
আল্লাহ হাফিজ।

লেখক:
সুহাইল আহমাদ (আবু গালিব)
ইয়ারমুক,তাবুক,সৌদি আরব।


শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here