‘মানব সেবাই উত্তম সেবা’ ¯স্লোগান নিয়ে কাজ করার দৃঢ়প্রত্যয়ে
খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের আয়োজনে ও আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর সহযোগিতায় ‘আরবী ভাষা বিস্তারে
অনারবদের অবদান’ শীর্ষক এক আন্তর্জাতিক
সেমিনার অনলাইনে গতকাল ২৭শে জুন ২০২০ রোজ শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪ঘটিকায় জুমের
মাধ্যমে অনুষ্ঠিত হয়।
আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে’র পরিচালক ইমাম
মাওলানা নুরুর রাহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম
বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সম্মানিত অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের স্যার।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন মদীনা ইসলামি
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুর রাহমান মাদানী, জামেআ দারুল
মা’আরীফ আল-ইসলামিয়া চট্রগ্রামের সিনিয়র শিক্ষক ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ের
দাঈ শায়খ আফিফ ফুরকান মাদানী, বিশিষ্ট মিডিয়া আলোচক শায়খ গাজী সানাউল্লাহ রাহমানী, মাসিক অভিযাত্রিক
এর সম্পাদক ও সবুজকুড়িঁ শিল্পীগোষ্টীর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক বিশিষ্ট কবি ও
লেখক শায়খ মাওলানা রফীকুল ইসলাম মুবীন,
মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামি অর্থনীতি নিয়ে
পিএইচডি গবেষণারত শায়খ মাসুম বিল্লাহ ফিরোজী মাদানী, হবিগঞ্জ শাহজালাল
রাহ. দারুসসুন্নাহ মডেল মাদরাসার প্রিন্সিপাল শায়খ মুস্তাফিজুর রাহমান আর আযহারী, ইস্তাম্বুলের
মারমারা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়ণরত শায়খ ওবায়দুল হক মাদানী।
বক্তারা আরবী ভাষা বিস্তারে অনারবদের অবদান আলোচনায়, ইউরোপ, তুরস্ক, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, ভারতবর্ষ, বাংলাদেশ ও
সিলেটসহ আরবী ভাষা বিস্তারের ক্ষেত্রে অবদানের বিভিন্ন দিক আলোচনা করেন।
প্রধান অতিথি উনার বক্তব্যে বাংলাদেশে আরবী ভাষার
বিভিন্ন সম্ভাবনা, সমস্যা ও সমাধানের পথ আলোচনা করেছেন। প্রসঙ্গক্রমে ইসলামি আরবি
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রাহ. এর অসমান্য
অবদান উল্লেখ করেন।
খিদমাতুল উম্মাহ্ ফাউন্ডেশনের পরিচালক মাহফুজ আল
মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে’র পরিচালক ইমাম
মাওলানা নুরুর রাহমান।
শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কাতারের
দোহা থেকে ইমাম সিদ্দিক কারীম এবং অনুষ্ঠানের শুরুতে হামদ ও অনুষ্ঠানের শেষে নাত পরিবেশন
করেন বিশিষ্ট নাশিদ শিল্পী কামরুল হাসান।
সবশেষে উপস্থাপক সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতির
অনুমতি নিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
0 coment rios:
You can comment here