দ্বিতীয় পর্বের লিংক
https://www.bdzubair.info/2020/05/blog-post_29.html#.XtkiKpU2XzQ.whatsapp
তৃতীয় পর্ব:
ইমদাদ বিন আফতাব: মাওলানা এটিএম ওলিউর রহমান ছিলেন মাবনতাবাদী এক মহান ব্যক্তি।
তার দূরদর্শী চিন্তার ফসল মানবতার কল্যাণে আর রাহমান এডুকেশন ট্রাস্ট
নামক প্রতিষ্ঠানটি। এ ট্রাস্ট সম্পর্কে কিছু কথা লিখতেই হয়।
মানুষের কল্যাণে কাজ করাই মানুষের দায়িত্ব। পৃথিবীতে
মানব জীবনের মূল মিশনই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন
করা। আর মানব জীবনের প্রত্যেকটি ভাল কাজ হচ্ছে ইবাদত। ক্ষধার্তকে খাদ্য দান, তৃঞ্চার্তকে পানি দান, বস্ত্রহীনকে বস্ত্রদান,
চক্ষুহীনকে চক্ষুাদান, শিক্ষার্থীকে শিক্ষাদান
এবং পীড়িতের সেবা-শুশ্রুষার মধ্য দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কবি
বলেছেন ‘আপনার লয়ে বিব্রত রাহিতে আসে নাই কেহ অবনী পরে,
সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে।
মহান ধর্ম ইসলামের এই সার্বজনীন শিক্ষা তথা মানবতাবোধকে
মূল লক্ষ্য হিসেবে গ্রহন করে বাংলাদেশ’সহ বিশ্বের
বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বহু দাতব্য, সেবা ও কল্যাণধর্মী
প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান যুগ যুগ ধরে আর্ত-মানবতার সেবা ও মানব জাতির কল্যাণে বিভিন্ন
ধরণের কর্মকান্ড পরিচালনা করছে।
দু’টি পাতার একটি
কুড়ির দেশ হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেট জেলার ঐতিহ্যবাহী
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রাহমান মঞ্জিল’র উদ্যোগে বর্তমান সময় উপযোগী পেক্ষাপটে শিক্ষার উন্নয়ন, দারিদ্র বিমোচন, নিরুপায় ও অসহায় মানুষের কল্যাণে
কাজ করা, সাহিত্য এবং সংস্কৃতির বিকাশ’সহ আর্তমানবতার সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে
বাংলাদেশ ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠা করা হয়েছে ‘আর-রাহমান এডুকেশন
ট্রাস্ট।
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বংলাদেশ কমিটির
মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তারা হলেন- সভাপতি অধ্যাপক এম.এম.মুখলিছুর রহমান, সহ-সভাপতি
এম.এম.আবদুল মালিক, সেক্রেটারী-এম.এম.মাসুদ আহমদ, সহকারী-সেক্রেটারী এম.এহসানুর রহমান,
সাংগঠনিক সম্পাদক এম.জুয়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক-এম.এম.আল-মাসুম, শিক্ষা ও সাংস্কৃতিক
সম্পাদক, এম.মাসউদ আহমদ মুফাসসির, প্রচার সম্পাদক-এম.আমিনুল হক যায়েদ, অফিস সম্পাদক
এম.এম.রায়হান আহমদ, অর্থ সম্পাদক এম.আমিনুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ
আল-মাসুম, তথ্য সম্পাদক এইচ.এম. কয়েছ আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক এম.আবদুললাহ আল মামুন, মেম্বার অফ ARET এম.মাহফুজুর রহমান, এম.মওছুফ আহমদ
মাহিন, এম. মাহবুর রহমান, ডি.এম.সুহেল আহমদ, এম.তারিক আহমদ, এম.তাজুল ইসলাম সুমন, এম.সুলতান
মাহমুদ, এম.আবিদুর রহমান, এম.ফাহিম আহমদ, ফুরকান মোহাম্মদ মুহসিন, এম.তাহমিদুর রহমান,
এম.হাসান রহমান, এম.রবিন ফায়ছাল।
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট এর শুভাকাংখ্যী পরিষদে
যারা আছেন - লুটন মসজিদের ইমাম মাওলানা ছাদ’উদ্দীন সিদ্দিকী, মসজিদুল উম্মাহ’র ইমাম হাফিজ সাঈদ ফখরুল ইসলাম, ফারলিহিল জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম, কমিউনিটি
নেতা আলহাজ্ব সাজ্জাদুর রহমান আলা, আল-হিকমাহ সেকেন্ডারি স্কুলের
অধ্যক্ষ মাওলানা আশফাক চৌধুরী, মসজিদে ইব্রাহিম’র ইমাম হাফিজ মাওলানা লুকমান আহমদ, বিলাল মসজিদের ইমাম মাওলানা নাবিল আহমদ, মাওলানা রুম্মান
আহমদ, আলোকিত খাজাঞ্চী ডটকম’র চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন রেজা, লুটনের ইমাম হাফিজ মাওলানা আবুল হাছান, শিক্ষক আল-হিকমাহ,
মাওলানা ওয়াহিদুর রহমান, কবির আহমেদ রাসেল,
আলহাজ্ব আজাদ খাঁন, আবুল কালাম সেলিম, আল আমিন, গাজী
সিদ্দিকুর রহমান, আবুল কাউছার, রেজওয়ান
আহমদ, আলহাজ্ব তমজ্জুল আলী, আলহাজ্ব মইদুল
ইসলাম শাজাহান, কমিউনিটি নেতা তাজ উদ্দীন, খালিদ আহমদ রনি, হাজী তাহের মিয়া, হাজী আবু সাঈদ, সাইদুল ইসলাম, মুজিবুল
হক, বেগম আনোওয়ার, আলহাজ্ব নেহারুন নেছা,
আলহাজ্ব উম্মে সাঈদ, আলহাজ্ব রুজিনা খাতুন,
ফাতিমা আখতার নার্গিস, ছালমা রহমান, মুর্শেদা খাতুন, দিলরুবা রাসেল আহমদ, রেবেকা খানম, হাছনা খানম, নাজমা
বেগম কালাম, ফরিদা খাতুন, মুবাশ সিরা,
মুহসিনা, মুনিরা, রাজবিন,
উম্মে মুহিত, বেগম মুহিত।
লেখক :
নির্বাহী সম্পাদক,
মাসিক প্রান্তিক জনপদ।
0 coment rios:
You can comment here