ছড়া-কবিতা, সালাতুল জামায়াহ'
।। সুহাইল আহমাদ (আবু গালিব)।।
সালাত আদায় করি সবে
সকাল সন্ধ্যা রাত
বিপদ বেলায় খোদার কাছে
তোলি দুই হাত।
জামাত সহ নামাজ আদায়
করি যেনো সবে
এক রাকাতের সওয়াব বেড়ে
সাতাশ গুন হবে।
ওযু করে মুমিন যখন
মাসজিদ পানে ছুটে
প্রতি পদে মান-মর্যাদা
একটি করে জোটে।
পাপের বোঝা একটি করে
কমেও যে তাই
জামাত সহ নামাজ আদায়
তার তুলনা নাই।
মাসজিদেতে যতো সময়
কাটাই মোরা সবে
নামাজি বলে গণ্য মুমিন
রবের কাছে হবে।
সালাত শেষে তাসবিহ যখন
আদায় করি গুণে
ফেরেশতাদের দুয়া তখন
আল্লাহ মহান শুনে।
নামাজ পড়ার পরে যদি
ওজু টা ও থাকে
আমার তাওবা কবুল করতে
ফেরেশতা কুল ডাকে।
হে নামাজি কষ্ট না দাও
কারো শরীর মনে
ফেরেশতাদের দুয়া থাকবে
সদা তোমার শনে।
[বুখারী ৬৪৭ নং হাদীসের তরজমা অবলম্বনে ]
লেখক: ইমাম ও কবি
0 coment rios:
You can comment here