।। হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী।।
মানব সভ্যতাকে তছনছ করে দেয়া ‘কোভিড ১৯’ এর উৎপত্তি ও শিক্ষা নিয়ে চলছে বহুমুখী পর্যালোচনা, গবেষণা ও মন্তব্য।
প্রকৃতির সৃষ্টিকর্তা মহান আল্লাহ কখনো সরাসরি, কখনো প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে প্রাকৃতিক নিয়মে, কখনো বা মানবের কর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের বিপর্যয় সৃষ্টিকারী ঘটনা ঘটিয়ে থাকেন মানুষকে শিক্ষা ও শাস্তি দেয়ার জন্য। করোনা ভাইরাস অনুরূপ একটি বিষয়।
এ ভাইরাসটি মানব জাতির বিভিন্ন দূর্বলতার দিকে অঙ্গুলি নির্দেশনা দিয়ে মানুষ জাতিকে সংশোধনের জন্য বলে দিচ্ছে তার নিজস্ব ভাষায়।
মানব জাতির দুর্বলতা এবং করোনার শিক্ষার ফিরিস্তি অনেক দীর্ঘ। তন্মধ্যে মানব জাতির সবচেয়ে বড় দুর্বলতা হলো মানুষের মৃত্যু ও পরকালের ব্যাপারে সচেতনতার অভাব।
তাই করোনার সবচেয়ে বড় শিক্ষা হলো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। জীবনের হিসেব-নিকেশ মিলিয়ে নেয়া, কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকলে বা কারো ক্ষতি করে থাকলে কিংবা কাউকে এসব করতে দেখে নীরব থেকে থাকলে তাওবা করা, নিজেকে সংশোধন করে নেয়া এবং কষ্টপ্রাপ্তদের বা ক্ষতিগ্রস্থদের থেকে ক্ষমা আদায়ের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।
মনে রাখা দরকার যে, আল্লাহ মনের খবরও রাখেন। কাজেই উক্তসব বিষয়ে আপনি কী পরিমাণ আন্তরিক এবং কর্মতৎপর তার উপর নির্ভর করবে আপনার তাওবা ও দুয়া কবুলের বিষয়টি।
আপনার উপর সমাজ ও রাষ্ট্রের যেসব হক ও অধিকার রয়েছে, সেসবের কতটুকু আদায় করেছে্ন, মা-বাবা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, কর্মক্ষেত্র, সহকর্মী ও পরিচিতজন আপনার আচরণ ও দায়িত্ব পালনে সন্তুষ্ট কিনা--তা একটু ভাবুন এবং সকলের দৃষ্টিতে একজন দায়িত্ব পালনকারী আন্তরিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। সর্বোপরি মহান সৃষ্টিকর্তা আল্লাহর দেয়া নির্দেশসমূহ কী পরিমাণ পালন করেছেন ও করছেন--এসব বিষয়ে প্রতিদিন বারবার চিন্তা করুন। নিজের বিবেককে প্রশ্ন করুন।
এসব প্রশ্নের উত্তরের উপরই আপনার জীবনের সফলতা এবং মৃত্যুর প্রস্তুতি কতটুকু হয়েছে তা আপনি বুঝতে পারবেন।
লেখকঃ
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী,
(জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত)
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
সরকারি এস. সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।
মোবাইলঃ 01715 142715
ইমেইল:
mashhudchowdhury@gmail.com
mashhudchowdhury@gmail.com
ইউটিউব চ্যানেল:
https://www.youtube.com/channel/UC8ZSiWdwj6NkC67WPd5I1sQ?view_as=subscriber
শুভেচ্ছা টিভি - Shuveccha TV
শুভেচ্ছা টিভি - Shuveccha TV
Facebook:
Hafiz Md Mashhud Chowdhury
Hafiz Md Mashhud Chowdhury
Facebook Page:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
Somewhereinblog.net:
হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী
0 coment rios:
You can comment here