Friday, July 17, 2020

ছড়া কবিতা- দুর্যোগ দূর্ভোগে মানুষ

 

।। মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী।।

হঠাৎ যেন অশান্ত হয়ে ওঠেছে পৃথিবী

মহামারী, দুর্যোগ, দূর্ভোগ

কিছুতেই পিছু ছাড়ছেনা।

করোনায় প্রতিনিয়ত প্রাণহানি,

ভয়াবহ বন্যায় থমকে গেছে

আমার দেশের সবকিছুই।

ক্রান্তিলগ্নে ক্লান্তিহীন ছুটে চলা মানুষগুলো

হয়েছে আজ ঘরবন্দি,

কর্মহীনরা ক্ষুধার তাড়নায়

নীরবে কতইনা অশ্রু ঝড়াতে দেখেছি।

হায় কী নিদারুণ কষ্ঠ মানুষের!

চারিদিকে ঘরবন্দি-জলবন্দীদের

আর্তনাদ-আহাজারি,

কানপেতে শুনেছি অনেকের উনুনে বসেনি হাড়ি।

এ যেন দুঃসহ এক কঠিন অবস্থা

ভালো নেই শহর, গঞ্জ গ্রামবাসী।

এক মুঠো ভাতের জন্য কত জনে

কত দিকবেদিক ছুটোছুটি করেছে,

মহামারীতে মরতে চায়!

তবুও দেবেনা কেউ ক্ষুধার রাজ্যে পাড়ি।

তবে কী দুরীভূত হবে, এই ক্রান্তিকাল!

কবে শান্ত হবে পৃথিবী

বলো হে ধরাধমের মালিক।

লেখক: কবি ও সাংবাদিক

জুন ২০২০



শেয়ার করুন

Author:

0 coment rios:

You can comment here