।। মুন্সি আব্দুল কাদির।।
মানবতার মুখোশগুলো
করোনা এসে দেয় খুলে
আপনজনও দুরে পালায়
এই করোনায় যায় ভুলে।
ছেলে মেয়ে আপন ছিল
আপন ছিল বউ মাতা
বয়কটে আজ কাঁদছে একা
আপন কেহ নেই খাতা।
মরন কালে পায় না পানি
দেয় না কেহ তার আহার
কষ্ট সয়ে কামাই করে
বারিয়েছিল তার সব বাহার।
আজ করোনা দেয় চিনিয়ে
কোথায় আপন সবাই পর
কিসের আশায় কিসের সাধে
করেছিলে সাজ ভবের ঘর!
লেখক:
কবি ও প্রাবন্ধিক
সিনিয়র অফিসার ও জিবি ইনচার্জ,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
0 coment rios:
You can comment here