মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
১
আজো কৃষ্ণকালো আধাঁর রাত কাটে
নির্জনতায়
সুপ্রসন্ন ক্ষণগুলো জাগ্রত হৃদয়
মনিকোঠায়।
এখনো আষাঢ়ি পূর্ণিমায় নির্ঘুম
রাত কাটে অপেক্ষায় প্রহর গুনে,
ভবঘুরে পথিকের বেশে দিন চলে যায়
গভীরতার অথৈজলে।
২
জানি! সব ধুয়ে মুছে আজ নিজের
পথেই হাঁটছো,
দিকবেদিক ছুটোছুটি করে আচমকা
কালোডায়মন্ড হয়েছো।
এখন আর বৃষ্টি ভেজা রাতে
মুঠোফোনে কথা হয়না,
রোজ সন্ধ্যায় তোমার গোলাপি
ঠোঁটের কাঁপা-কাঁপি লাজুকতা দেখিনা।
তোমার যা ইচ্ছে করো, যেথায় যাবার চলে যাও
দুরন্তপনায় তুমি ডানা মেলে উড়তে
থাকো,
এখন আমার কিচ্ছু আসে - যায়না।
লেখক:
মুহাম্মদ
হাবীবুল্লাহ হেলালী
কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক
0 coment rios:
You can comment here