মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
যতদিন না মৃত্যু এসে আলিঙ্গন করে
অবিরাম লিখে যাব সৌহার্দ্য সম্প্রীতির কবিতা
যতদিন এই দেহে হৃদস্পন্দন থাকে।
জানি! তোমরা আমায় নিয়ে কী ভাবছো!
এও জানি! তোমরা আমায় কিছুতেই সহ্য করতে পারোনা।
তবুও আমি ভেঙে পড়িনা,
দূরন্তপনায় ডানা মেলে উড়তেই থাকি।
আমি তোমাদের মতোই রক্ত-মাংসের দেহ নিয়ে জন্মেছি,
জীবনের অফুরান স্বাদও গ্রহণ করেছি।
আঘাতে আঘাতে বেদনার স্পর্শে কখনো ক্লান্তশ্রান্ত হয়ে পড়ি
তবুও পিছুটান নেই, তোমাদের মাঝেই থাকি।
তোমাদের সব ক্রোধ আর হিংসুটে মনোভাব গানলামি আর কবিতার মুর্ছনায় ভাসিয়ে দেব।
ক্ষণে ক্ষণে সময়ের ব্যবধানে আমি
সে তোমাদেরই লোক হয়ে যাবো।
মুহাম্মদ
হাবীবুল্লাহ হেলালী
কবি, সাংবাদিক, প্রাবন্ধিক
১৯.০৭.২০২০
0 coment rios:
You can comment here